রসায়ন বিজ্ঞান
একীভূত পারমাণবিক ভর একক কি?
পারমাণবিক বা আণবিক স্কেলে ভরের জন্য আজকাল যে একক ব্যবহৃত হয় সেটি হচ্ছে একীভূত পারমাণবিক ভর একক। যার সংকেত হচ্ছে u। এই একককে ডেলটন (dalton) ও বলা হয়ে থাকে (Da)। এক একীভূত ভর একক হচ্ছে একটি নিউক্লিয়নের (একটি প্রােটন বা নিউট্রনের) ভরের প্রায় সমান যা ১ গ্রাম/মােল এর সমতুল্য। একটি বন্ধনহীন নিরপেক্ষ কার্বন-১২ পরমাণুর নিউক্লিয় ও ইলেকট্রনিক ভূমি অবস্থার ভরের বারাে ভাগের এক ভাগকে একীভূত পারমাণবিক ভর একক বলে।
১৯৬১ সালের আগ পর্যন্ত যখন অক্সিজেন-১৬ এর সাথে তুলনা করে আণবিক ও পারমাণবিক স্কেলে ভর প্রকাশ করা হতাে, তখন তাকে কেবল পারমাণবিক ভর একক বলা হতাে এবং amu দিয়ে প্রকাশ করা হতাে। এখনাে অনেকে একীভূত পারমাণবিক ভর একককে অর্থাৎ u কে পারমাণবিক ভর একক তথা amu দিয়ে প্রকাশকরে থাকেন।