অর্থনীতি
একচেটিয়া কারবার বা বাজার কাকে বলে?
একচেটিয়া কারবারের ইংরেজি শব্দ Monopoly। Monopoly শব্দটি Mono এবং Poly-এ দুটি শব্দের সমন্বয়ে গঠিত। Mono শব্দের অর্থ এক বা একমাত্র বা একজন এবং Poly শব্দের অর্থ বিক্রেতা। সুতরাং শব্দগত অর্থে একচেটিয়া কারবার একজন মাত্র বিক্রেতা বা উৎপাদনকারীর বাজার। যে বাজারে একজন মাত্র বিক্রেতা বা উৎপাদনকারী থাকে, উৎপাদিত পণ্যের কোনো ঘনিষ্ট পরিবর্তক দ্রব্য থাকে না এবং অন্য কোনো বিক্রেতা বাজারে প্রবেশ করতে পারে না তাকে একচেটিয়া কারবার বা বাজার বলে।
বৈশিষ্ট্য
- একচেটিয়া বাজারের বৈশিষ্ট্যগুলো হলো:
- একজন মাত্র বিক্রেতা থাকে।
- ঘনিষ্ট পরিবর্তক দ্রব্য নেই।
- পণ্যের যোগান নিয়ন্ত্রিত।
- নতুন ফার্ম উৎপাদন ক্ষেত্রে প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি।
- ফার্মের অভ্যন্তরীণ ও বহিস্থ সুবিধা অর্জন।
- পণ্যের চাহিদা কম।
- অতিরিক্ত মুনাফা অর্জন।
বাস্তবে একচেটিয়া বাজার কোথাও নেই।