এইচএসসি (HSC) ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র ৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. কোন বার্ষিকবৃত্তি মেয়াদ শেষে পরিশোধ করা হয়?
ক. সাধারণ বার্ষিকবৃত্তি
খ. অগ্রিম বার্ষিকবৃত্তি
গ. চক্রবৃদ্ধিকরণ
ঘ. বিলম্বিত বার্ষিকবৃত্তি
সঠিক উত্তর : ক
২. অর্থের ক্রয় ক্ষমতাকে অর্থের কী বলা হয়?
ক. মূল্য খ. প্রয়োজন
গ. অভাব ঘ. সক্ষমতা
সঠিক উত্তর : ক
৩. বিধি-৭২ অনুযায়ী ৫০০ টাকা ৯ বছরে দ্বিগুণ হতে হলে সুদের হার কত হতে হবে?
ক. ৮% খ. ৯%
গ. ১০% ঘ. ১১%
সঠিক উত্তর : ক
৪. অর্থের সময়মূল্যের কারণ কী?
ক. বছর খ. তারল্য
গ. সুদের হার ঘ. অ্যানুইটি
সঠিক উত্তর : গ
৫. বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে কী বলে?
ক. চক্রবৃদ্ধিকরণ খ. বাট্টাকরণ
গ. বার্ষিকবৃত্তি ঘ. গুণকরণ
সঠিক উত্তর : খ
৬. সব অর্থায়ন সিদ্ধান্তগুলোর মূল কী?
ক. মূলধন ব্যয় খ. মূলধন বাজেটিং
গ. সুদের হার ঘ. অর্থের সময়মূল্য
সঠিক উত্তর : ঘ
৭. শুধু মূলধনের ওপর সুদ ধার্য করা হলে তাকে কী বলে?
ক. কিস্তি খ. সরল সুদ
গ. চক্রবৃদ্ধি সুদ ঘ. বার্ষিক সুদ
সঠিক উত্তর : খ
৮. সাপ্তাহিক ১% চক্রবৃদ্ধি সুদের হার হলে, বার্ষিক সুদের হার কত?
ক. ১৮% খ. ৩৬%
গ. ৪০% ঘ. ৫২%
সঠিক উত্তর : ঘ
৯. ঋণকিস্তি পরিশোধে ব্যর্থ হলে কী ঘটে?
ক. ঋণ মওকুফ খ. দেউলিয়া
গ. মূল্যস্তর হ্রাস ঘ. প্রবৃদ্ধির হার হ্রাস
সঠিক উত্তর : খ
১০. EAR-এর পূর্ণরূপ কী?
ক. Effective interest rate
খ. Effective Annum Rate
গ. Effective Annual Rate
ঘ. Effective Annual Ratio
সঠিক উত্তর : গ
১১. ঋণদাতা ও ঋণগ্রহীতার মধ্যে চুক্তিবদ্ধ বার্ষিক সুদ কোনটি?
ক. চক্রবৃদ্ধি সুদ খ. নামিক সুদ
গ. সরল সুদ ঘ. কার্যকরী সুদ
সঠিক উত্তর : খ
১২. চক্রবৃদ্ধি সুদ বছরে একাধিকবার গণনা করা হলে বছর শেষে প্রাপ্ত সুদের হারকে বলা হয়?
ক. চক্রবৃদ্ধি সুদ খ. নামিক সুদ
গ. প্রকৃত সুদ ঘ. কার্যকরী সুদ
সঠিক উত্তর : ঘ
১৩. বছরের চক্রবৃদ্ধি সংখ্যা বাড়তে থাকলে কী হয়?
ক. কার্যকরী সুদের হার কমতে থাকে
খ. নামিক সুদের হার বাড়তে থাকে
গ. কার্যকরী সুদের হার বাড়তে থাকে
ঘ. নামিক সুদের হার কমতে থাকে
সঠিক উত্তর : গ
১৪. অর্থের সময়মূল্য নির্ণয়ের কৌশল কয়টি?
ক. ২টি খ. ৩টি
গ. ৬টি ঘ. ৮টি
সঠিক উত্তর : ক
১৫. একের অধিক অসমান নগদ প্রাপ্তি বা প্রদান ঘটলে তাকে কী বলা হয়?
ক. এককালীন নগদ প্রবাহ
খ. সাধারণ বার্ষিক বৃত্তি
গ. মিশ্র নগদ প্রবাহ
ঘ. অগ্রিম বার্ষিক বৃত্তি
সঠিক উত্তর : গ
১৬. কখন অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য সমান হবে?
ক. যখন বছর ( n) = ১ হবে
খ. যখন সুদের হার ( i) = ১% হবে
গ. যখন সুদের হার ( i) = ০% হবে
ঘ. যখন সুদের হার ( i) = -১% হবে
সঠিক উত্তর : গ
১৭. ত্রৈমাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা (m) কত হয়ে থাকে?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৬
সঠিক উত্তর : গ
১৮. চক্রবৃদ্ধির পরিমাণ বাড়াতে থাকলে বর্তমান মূল্য কী হবে?
ক. বাড়বে
খ. কমবে
গ. অপরিবর্তিত থাকবে
ঘ. শূন্য হবে
সঠিক উত্তর : খ
১৯. নির্দিষ্ট সময় পর অর্জিত সুদাসলের সঙ্গে প্রাপ্ত সুদাসলের ওপর পরবর্তী সময়ের যে সুদ নির্ণয় করা হয়, তাকে কী বলে?
ক. চক্রবৃদ্ধি সুদ খ. নামিক সুদ
গ. সরল সুদ ঘ. কার্যকরী সুদ
সঠিক উত্তর : ক
২০. চক্রবৃদ্ধি সুদের পৌনঃপুনিকতা বাড়তে থাকলে প্রকৃত বা কার্যকরী সুদের হার কী হবে?
ক. বাড়বে
খ. কমবে
গ. অপরিবর্তিত থাকবে
ঘ. শূন্য হবে
সঠিক উত্তর : ক
২১. এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য বাদ দিলে যা পাওয়া যায়, তাকে কী বলে?
ক. সুদ খ. আসল
গ. সুদাসল ঘ. নিট মূলধন
সঠিক উত্তর : ক
২২. ঋণ পরিশোধ তালিকায় আসল পরিশোধের পরিমাণ ক্রমান্বয়ে কী হয়?
ক. স্থির থাকে খ. হ্রাস পায়
গ. বৃদ্ধি পায় ঘ. বছর শেষে হ্রাস পায়
সঠিক উত্তর : খ
২৩. ঋণ পরিশোধ তালিকায় কিস্তির পরিমাণ কী হয়?
ক. ক্রমান্বয়ে হ্রাস পায়
খ. স্থির থাকে
গ. ক্রমান্বয়ে বৃদ্ধি পায়
ঘ. শেষ বছরে সর্বোচ্চ থাকে
সঠিক উত্তর : খ
২৪. কোন ক্ষেত্রে অর্থের সময় মূল্যের প্রয়োগ সবচেয়ে বেশি?
ক. চলতি মূলধন ব্যবস্থাপনায়
খ. লভ্যাংশ সিদ্ধান্তে
গ. অর্থসংস্থান সিদ্ধান্তে
ঘ. বিনিয়োগ সিদ্ধান্তে
সঠিক উত্তর : ঘ
২৫. অর্থের সময় অগ্রাধিকারের কারণ হলো —
i. অনিশ্চয়তা
ii. মুদ্রাস্ফীতি
iii. বিনিয়োগের সুযোগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও i খ. i ও iii
গ. ii ও ii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
২৬. যদি জনাব হাবিব ১৫,০০০ টাকা ৭.৫% সরল সুদে ৫ বছরের জন্য বিনিয়োগ করে, তবে তিনি কত টাকা সুদ পাবেন?
ক. ১,১২৫ খ. ৩,৩৭৫
গ. ৫,৬২৫ ঘ. ৭,৫০০
সঠিক উত্তর : ক
২৭. হামযা ১৫% চক্রবৃদ্ধি সুদে ৫০,০০০ টাকা ৫ বছরের জন্য ব্যাংকে জমা রাখলে ৫ বছরে মোট কত টাকা পাবে?
ক. ৯৯,৫৯৭.৬৭
খ. ১,০০,৫৬৭.৮৬
গ. ১,০৩,৯৪৬.৪১
ঘ. ১,৩৭,৫০০
সঠিক উত্তর : খ
২৮. বিধি-৬৯ তখনই ব্যবহার করা যাবে, যখন —
ক. সুদ বছরে অবিরত চক্রবৃদ্ধি হবে এবং বিনিয়োগ দ্বিগুণ হবে
খ. সুদ বছরে একবার চক্রবৃদ্ধি হবে এবং বিনিয়োগ স্বাভাবিক থাকবে
গ. সুদ বছরে অবিরত চক্রবৃদ্ধি হবে এবং বিনিয়োগ স্বাভাবিক থাকবে
ঘ. সুদ বছরে একবার চক্রবৃদ্ধি হবে এবং বিনিয়োগ দ্বিগুণ হবে
সঠিক উত্তর : ক
২৯. রাকিব সাহেব ৩ বছর পর ২৫,০০০ টাকা পেতে চান। সুদের হার ১০% হলে আজ তাকে ব্যাংকে কত টাকা জমা দিতে হবে?
ক. ১৭,৮৮৪.৫৬ খ. ১৮,৭৮৩
গ. ২০,০০০ ঘ. ৩৩,২৭৫
সঠিক উত্তর : খ
৩০. অধিক সুদ প্রদান করা হয় কোন ক্ষেত্রে?
ক. সরল সুদ
খ. বার্ষিক চক্রবৃদ্ধিতে
গ. অবিরত চক্রবৃদ্ধিতে
ঘ. অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে
সঠিক উত্তর : গ
আরো পড়ুনঃ-
১। এইচএসসি (HSC) ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২। এইচএসসি (HSC) ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র ৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর