রসায়ন বিজ্ঞান
উর্ধ্বপাতিত পদার্থ কাকে বলে? কতিপয় ঊর্ধ্বপাতিত পদার্থের নাম
যেসব কঠিন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত না হয়ে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিণত হয় তাদেরকে উর্ধ্বপাতিত পদার্থ বলে।
কতিপয় ঊর্ধ্বপাতিত পদার্থসমূহ হলো–
i. নিশাদল (NH4Cl)
ii. ন্যাপথালিন (C
10H
8)
iii. কঠিন কার্বন ডাইঅক্সাইড (CO
2)
iv. আয়োডিন (I
2)
v. কর্পূর (C10H16O)
vi. অ্যালুমিনিয়াম ক্লোরাইড (AlCl3)।