তথ্য প্রযুক্তি
ইলেকট্রনিক চক্ষু ও ইলেকট্রনিক মস্তিষ্ক কি?
ইলেক্ট্রনিক চক্ষু বলতে রাডারকে বােঝায়। জাহাজ, বােমারু বিমান, মিসাইল ইত্যাদির চিত্র রাডারের সাহায্যে দেখা যায়। তাই একে ইলেকট্রনিক চক্ষু বলে। আর ইলেক্ট্রনিক মস্তিষ্ক বলতে কম্পিউটারকে বােঝায়। এটি মানুষের মস্তিষ্কের মতাে চিন্তাভাবনা করে যাবতীয় সমস্যার সমাধান করতে পারে বলে একে ইলেক্ট্রনিক মস্তিষ্ক বলে।