পদার্থবিজ্ঞান
আলোকবিজ্ঞান কাকে বলে? আলোকবিজ্ঞান কয়টি শাখায় বিভক্ত?
পদার্থবিজ্ঞানের যে শাখায় আলোকের ধর্ম, প্রকৃতি, চলাচল বা সঞ্চালন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে আলোকবিজ্ঞান (Optics) বলে। আলোকবিজ্ঞান মূলত দুটি শাখায় বিভক্ত। যথা– জ্যামিতিক আলোকবিজ্ঞান (Geometrical optics) ও ভৌত আলোকবিজ্ঞান (Physical optics)।
- জ্যামিতিক আলোকবিজ্ঞানঃ পদার্থবিজ্ঞানের ভাষায় ভৌত আলোকবিজ্ঞান, বা তরঙ্গ আলোকবিজ্ঞান, হল আলোকবিজ্ঞানের একটি শাখা । এখানে তরঙ্গ ব্যতিচার, বিচ্ছুরণ, পোলারাইজেশন, এবং অন্যান্য ঘটনাসমূহ নিয়ে অধ্যয়ন করা হয়।
- ভৌত আলোকবিজ্ঞানঃ আলোকবিজ্ঞানের যে শাখা আলোর প্রকৃতি, নির্গমণ ও সঞ্চালন এবং নানা রকম আলোকীয় ঘটনা যেমন– আলোর ব্যতিচার (Interference), অপবর্তন (Diffraction), সমবর্তন (Polarisation) ইত্যাদি নিয়ে আলোচনা করে তাকে ভৌত আলোকবিজ্ঞান (Physical Optics) বলে।