পদার্থবিজ্ঞান
আর্দ্রতা কি? ।। What is Humidity?
আর্দ্রতা হলো বাতাসে উপস্থিত জলীয় বাষ্পের মোট পরিমাণ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণের উপর আর্দ্রতা নির্ভর করে। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যত কমে, আর্দ্রতাও তত কমে। আর্দ্রতার পরিমাণ বেশি হলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায় এবং এই জলীয় বাষ্প ঠান্ডা হয়ে বৃষ্টিপাত ঘটায়। বায়ুর আর্দ্রতাকে দুভাবে প্রকাশ ও পরিমাপ করা হয়। যথা : (১) পরম আর্দ্রতা এবং (২) আপেক্ষিক আর্দ্রতা।
- পরম আর্দ্রতাঃ কোনো স্থানের বায়ুতে প্রতি ঘনমিটার যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে পরম আর্দ্রতা বলে। পরম আদ্রতার একক gm−3 বা mkg−3।