আফ্রিকান ইউনিয়ন (OAU) কি?
ওএইউ (OAU) পূর্ণরূপ হলো ‘অর্গানাইজেশন অব আফ্রিকান ইউনিটি’। এটি প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে। কেবল মরক্কো ছাড়া আফ্রিকা মহাদেশের সকল দেশ এর সদস্য। বর্তমানে এর সদস্য সংখ্যা ৫৩। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতে ওএইউ-এর সদর দপ্তর অবস্থিত। সংস্থাটি গঠনের প্রধান উদ্দেশ্য হলো: (১) আফ্রিকার দেশগুলো ও তাদের জনগণের মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা করা, (২) দেশগুলোর স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত করা, (৩) দেশগুলোর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন করা, (৪) দেশগুলোতে গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা এবং (৫) আফ্রিকা মহাদেশে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা।
আরো পড়ুনঃ-
১। অপারেশন সার্চ লাইট বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
২। ক্যাসিনো কি? ক্যাসিনোর ইতিহাস। What is a Casino in Bengali?
৩। কুরিয়ার সার্ভিস কি? What is Courier service in Bengali?
৪। টাঙ্গুয়ার হাওড় কি? What is Tanguar Haor in Bengali?
৫। চিরস্থায়ী বন্দোবস্ত কী? চিরস্থায়ী বন্দোবস্তের শর্তসমূহ।
৬। লোড শেডিং মানে কি? Load shedding meaning in Bengali?
৭। সংবাদপত্র বলতে কি বুঝায়? What is meant by Newspaper in Bengali?
৮। এল নিনো (El Nino) কাকে বলে? এল নিনো শব্দের অর্থ কি? এল নিনো কোথায় দেখা যায়?
৯। মাৎস্যন্যায় যুগ বলতে কি বুঝ?