অসহ বল কাকে বলে?
বস্তুর ওপর প্রয়োগকৃত বল বেশি হয়ে গেলে বস্তুটি ভেঙে যায় বা ছিঁড়ে যায়। সবচেয়ে কম মানের যে বলের জন্য বস্তুটি ভেঙে যায় বা ছিঁড়ে যায়, তাকে অসহ বল বলে।
এ সম্পর্কিত আরও প্রশ্ন ও উত্তরঃ–
১। কোনো তারের দৈর্ঘ্য অর্ধেক করলে তারের অসহ বলের কী পরিবর্তন ঘটে?
উত্তর : তারের দৈর্ঘ্য অর্ধেক করলে তারের অসহ বলের কোনো পরিবর্তন ঘটে না। কারণ, অসহ বল = অসহ পীড়ন x তারের প্রস্থচ্ছেদের = ক্ষেত্রফল।
যেহেতু বস্তুর দৈর্ঘ্যের উপর অসহ বল নির্ভর করে না সেহেতু দৈৰ্ঘ্য পরিবর্তনে অসহ বল পরিবর্তন হয় না।
আরো পড়ুনঃ-
১। বিকৃতি কাকে বলে? বিকৃতি কত প্রকার? বিকৃতি কি রাশি? বিকৃতির একক কি?
২। আসঞ্জন বল ও সংসক্তি বল কাকে বলে?
৩। স্থিতিস্থাপক বস্তু কাকে বলে?
৫। স্বাভাবিক বা মুক্ত কম্পন কাকে বলে?
৬। পয়সনের অনুপাত কাকে বলে? পয়সনের অনুপাতের মাত্রা ও একক নেই কেন?