অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. সংস্কৃতি আসলে কী?
ক. সাহিত্য, গান ও সাংস্কৃতিক চর্চা
খ. মানুষের জীবনযাপনের ধারা
গ. শিক্ষা ও প্রশিক্ষণ
ঘ. উন্নয়ন
সঠিক উত্তর : খ
২. সংস্কৃতি কয় প্রকার?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
সঠিক উত্তর : ক
৩. ঘরবাড়ি, আসবাব, হাতিয়ার ইত্যাদি কোন ধরনের সংস্কৃতি?
ক. বস্তুগত খ. অবস্তুগত
গ. সামাজিক ঘ. পারিবারিক
সঠিক উত্তর : ক
৪. চিন্তাভাবনা, জ্ঞান, দক্ষতা, ব্যবহার, সাহিত্য ও শিল্পকলা ইত্যাদি কোন ধরনের সংস্কৃতি?
ক. বস্তুগত খ. অবস্তুগত
গ. ব্যবহারিক ঘ. সামাজিক
সঠিক উত্তর : খ
৫. কী আবিষ্কারের মধ্য দিয়ে আদিম সমাজে জীবন ও জীবিকায় প্রথম পরিবর্তন আসে?
ক. আগুন খ. হাতিয়ার
গ. সংস্কৃতি ঘ. চিন্তাভাবনা
সঠিক উত্তর : খ
৬. মানুষের চিন্তা-চেতনা, ব্যবহার্য ও ভোগের সামগ্রীতে যখন পরিবর্তন লক্ষ করা যায় তখন তাকে কী বলে?
ক. উন্নয়ন
খ. আধুনিকীকরণ
গ. সাংস্কৃতিক উন্নয়ন
ঘ. পরিবর্তন
সঠিক উত্তর : গ
৭. সংস্কৃতির রূপ ভিন্ন ভিন্ন হয় কী ভেদে?
ক. সমাজ খ. অঞ্চল
গ. সময় ঘ. সমাজ ও অঞ্চল
সঠিক উত্তর : ঘ
৮. সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন দুটোই কিসের মধ্যে সংঘটিত হয়?
ক. সময়ের মাত্রা খ. মূল্যবোধ
গ. আর্থিক সংগতি ঘ. সক্ষমতা
সঠিক উত্তর : ক
৯. বিশ্বায়নের ফলে এবং প্রযুক্তির উন্নতিতে সাংস্কৃতিক ব্যাপ্তি কী হয়েছে?
ক. কমেছে খ. বেড়েছে
গ. একই আছে ঘ. থেমে আছে
সঠিক উত্তর : খ
১০. অর্থনীতিতে নারীর অংশগ্রহণের ফলে পরিবারে বৃদ্ধি পাচ্ছে —
i. নারীর ক্ষমতা
ii. নারীর সম–অধিকার
iii. নারী স্বাধীনতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
১১. বাংলাদেশে কিসের ফলে সাংস্কৃতিক বিপ্লব ঘটেছে?
ক. অর্থনীতি খ. যোগাযোগ
গ. প্রাইভেট চ্যানেল ঘ. শিক্ষা
সঠিক উত্তর : গ
১২. নিচের কোনটি মুগা জাতীয় সিল্ক কাপড়?
ক. পত্রোর্ণ খ. দুকুল
গ. ক্ষৌম ঘ. মসলিন
সঠিক উত্তর : ক
১৩. পত্রোর্ণ কাপড় কোথায় তৈরি হতো?
ক. মগধ খ. সোনারগাঁও
গ. নরসিংদী ঘ. রাজশাহী
সঠিক উত্তর : ক
১৪. ইউসুফ-জোলেখা, লাইলী-মজনু, জঙ্গনামা —এগুলো কী?
ক. পুঁথি খ. চর্যাপদ
গ. সংগীতসাহিত্য ঘ. কাব্য
সঠিক উত্তর : ক
১৫. কোন আমলে বাংলা গদ্যের সূচনা হয়?
ক. পাল আমলে
খ. সেন আমলে
গ. মোগল আমলে
ঘ. ইংরেজ আমলে
সঠিক উত্তর : ঘ
১৬. কোন যুগে তালপাতার পুঁথিতে দেশীয় রং দিয়ে ছবি আঁকা হতো?
ক. মোগল যুগে খ. সেন যুগে
গ. পাল যুগে ঘ. আদিম যুগে
সঠিক উত্তর : গ
১৭. বাংলার বিখ্যাত কোন কাপড়কে নিয়ে বহু কাহিনি বা কিংবদন্তির সৃষ্টি হয়েছিল?
ক. ক্ষৌম খ. দুকুল
গ. মসলিন ঘ. উতানি
সঠিক উত্তর : গ
১৮. কোন আমলে বাংলার স্থাপত্য শিল্পে ইরানি-তুরানি প্রভাব পড়তে শুরু করে?
ক. মোগল আমলে খ. পাল আমলে
গ. সেন আমলে ঘ. সুলতানি আমলে
সঠিক উত্তর : ঘ
১৯. বাঙালির প্রথম যে সাহিত্যকর্মের সন্ধান পাওয়া যায়, তা কী নামে পরিচিত?
ক. লোকসাহিত্য খ. চর্যাপদ
গ. পুঁথিসাহিত্য ঘ. পদ্মাবতী
সঠিক উত্তর : খ
২০. আদি বাংলা সাহিত্যের নমুনা কোনটি?
ক. চর্যাপদ খ. শ্রীকৃষ্ণ কীর্তন
গ. গীতাঞ্জলি ঘ. পুঁথি সাহিত্য
সঠিক উত্তর : ক
২১. কোন সমাজে পুঁথি সাহিত্যের ব্যাপক কদর ছিল?
ক. বৌদ্ধ সমাজে
খ. মুসলমান সমাজে
গ. হিন্দু সমাজে
ঘ. ইহুদি সমাজে
সঠিক উত্তর : খ
২২. কে চর্যাপদের কাল নির্ণয় করেন?
ক. দীনেশ চন্দ্র সেন
খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ. এনামুল হক
ঘ. হরপ্রসাদ শাস্ত্রী
সঠিক উত্তর : খ
২৩. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে কত হাজার বছর আগে বৌদ্ধসাধকরা এগুলো (চর্যাপদ) লিখেছেন?
ক. প্রায় এক হাজার
খ. প্রায় দুই হাজার
গ. প্রায় দেড় হাজার
ঘ. প্রায় তিন হাজার
সঠিক উত্তর : গ
২৪. কান্তজিউ মন্দির কোথায় অবস্থিত?
ক. দিনাজপুরে খ. বগুড়ায়
গ. কুমিল্লায় ঘ. সাভারে
সঠিক উত্তর : ক
২৫. সোমপুর বিহার কোথায় অবস্থিত?
ক. দিনাজপুরে খ. পাহাড়পুরে
গ. কুষ্টিয়ায় ঘ. ঢাকায়
সঠিক উত্তর : খ
২৬. নিচের কোনটি আলাওল রচিত গ্রন্থ?
ক. পদ্মাবতী
খ. জঙ্গনামা
গ. ইউসুফ-জোলেখা
ঘ. অসমাপ্ত তারুণ্যের গল্প
সঠিক উত্তর : ক
২৭. চর্যাপদ প্রথম কে আবিষ্কার করেন?
ক. হরপ্রসাদ শাস্ত্রী
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
সঠিক উত্তর : ক
২৮. বাংলার কোন শিল্পের সুনাম বহুকালের?
ক. কারুশিল্প খ. তাঁতশিল্প
গ. শঙ্খশিল্প ঘ. কাঁসার শিল্প
সঠিক উত্তর : খ
২৯. কীর্তন গান কোন সমাজে গাওয়া হয়?
ক. হিন্দু সমাজে
খ. মুসলিম সমাজে
গ. হিন্দু ও মুসলিম সমাজে
ঘ. খ্রিষ্টান সমাজে
সঠিক উত্তর : ক
৩০. রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সংগীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে?
ক. মুর্শিদি খ. ভাটিয়ালি
গ. বাউল ঘ. ভাওয়াইয়া
সঠিক উত্তর : গ