অষ্টক তত্ত্ব কাকে বলে? সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে ব্যাখ্যা কর।
অষ্টক তত্ত্ব কাকে বলে?- জ্ঞানমূলক প্রশ্ন
উত্তরঃ “মৌলগুলোকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হলে যে কোনো একটি মৌল হতে গণনা শুরু করলে পরবর্তী অষ্টম মৌলটি ভৌত ও রাসায়নিক ধর্মে ১ম মৌলটির অনুরূপ হবে”– একেই অষ্টক তত্ত্ব বলে।
সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে ব্যাখ্যা কর।- অনুধাবনমূলক প্রশ্ন
উত্তরঃ কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যতসংখ্যক ইলেকট্রন থাকে অথবা যতসংখ্যক বেজোড় ইলেকট্রন থাকে তাকে মৌলের যোজনী বলে। সাধারণ অবস্থায় S-এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে: S (16) = 1s2 2s2 2p6 3s2 3px1 3py1 3pz1 এই অবস্থায় সালফারের যোজনী 2। উদাহরণ : H2S।
উত্তেজিত অবস্থায় S এর ইলেকট্রন বিন্যাস: 1s2 2s2 2p6 3s2 3px1 3py1 3pz1 4s1 এই অবস্থায় S এর যোজ্যতা 4। উদাহরণ : SO2।
অধিক উত্তেজিত অবস্থায় s এর ইলেকট্রন বিন্যাস : 1s2 2s2 2p6 3s2 3px1 3py1 3pz1 4s1 3dxy1। এক্ষেত্রে, S এর যোজ্যতা 6। উদাহরণ : H2SO4।
সুতরাং, দেখা যাচ্ছে, সালফার (S) মৌলটি পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে।