অর্থনীতি
অর্থনীতিতে FATF ও CSR বলতে কী বোঝায়?
ফিনান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স বা FATF হলাে ৩৪ টি উন্নত দেশ ও দুটি আঞ্চলিক সংস্থা নিয়ে গঠিত একটি আন্তঃরাষ্ট্রীয় সংস্থা যা মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ণ প্রতিরােধে আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণ ও বাস্তবায়ন নিশ্চিত করে।
CSR হলাে Corporate Social Responsibility মানে সমাজের প্রতি বড় আর্থিক বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের দায়বদ্ধতা। এর মাধ্যমে বড় বড় প্রতিষ্ঠানগুলাে তাদের লভ্যাংশের একটি অংশ সমাজের উন্নয়নে ব্যয় করে।