অর্থনীতি
অর্থনীতিতে প্লান্ট বলতে কি বুঝায়?
প্লান্ট বলতে একটি উৎপাদন ইউনিটকে বুঝায় যেখানে ব্যবসায় অথবা সেবামূলক কাজ পরিচালিত হয়। যেমন– একটি ফ্যাক্টরি, কৃষি খামার, খুচরা অথবা পাইকারি বিক্রয়ের স্টোর ইত্যাদি।
“খাদ্য উৎপাদন অথবা সেবা প্রদানের জন্য কোনাে নির্দিষ্ট সময়ে অথবা নির্দিষ্ট স্থানে কিছু লােকের একত্রিত হওয়ার প্রক্রিয়াকে Plant বলা যায়।” এ অর্থে সিমেন্ট, চিনি , বিদ্যুৎ সরবরাহ ইত্যাদি স্থাপনাকে প্লান্ট বলা হয়। প্লান্টের আকার সাধারণত স্থির মূলধনের পরিমাণ, ফ্যাক্টরি বিল্ডিং-এর আয়তন ইত্যাদির ওপর নির্ভর করে। স্বল্পমেয়াদে এসব উপকরণ পরিবর্তন করা যায় না। অর্থাৎ একটিমাত্র প্লান্টের অধীনে উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়।