অম্লীয় অক্সাইড কি? যৌগের সংকেত লেখার নিয়ম কি?
অম্লীয় অক্সাইড হচ্ছে অধাতুর অক্সাইড। এরা পানিতে দ্রবীভূত হলে পানির সাথে বিক্রিয়া করে এসিড উৎপন্ন করে। ক্ষারের সাথে এদের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয়। যেমন, সালফার ডাইঅক্সাইড, ফসফরাস পেন্টাক্সাইড।
যৌগের সংকেত লেখার নিয়ম
ধনাত্মক (ক্যাটায়ন) এবং ঋণাত্মক (অ্যানায়ন) চার্জযুক্ত আয়ন স্থির বৈদ্যুতিক আকর্ষন বলের মাধ্যমে মিলিত হয়ে যৌগ গঠন করে। এরূপ যৌগের সংকেত লেখার সময় লক্ষ্য রাখতে হবে যেন চার্জগুলির যােগফল শূন্য হয়। নিচে কয়েকটি উদাহরণ দিয়ে এটি বুঝানাে হলােঃ
উদাহরণ: ম্যাগনেসিয়াম অক্সাইডঃ এতে Mg2+ এবং O2- আয়ন রয়েছে। যৌগটির সংকেত MgO [ (2+) + (2-) = 0 ]সােডিয়াম অক্সাইডঃ এতে দুইটি Na+ এবং একটি O2- আয়ন রয়েছে। যৌগটির সংকেত Na2O [ (+1) x 2 + (-2) = 0 ]অ্যালুমিনিয়াম ক্লোরাইডঃ এতে একটি Al3+ এবং তিনটি F– আয়ন রয়েছে। যৌগটির সংকেত AlF3 [ (3+) + 3 (- 1) = 0 ]