রসায়ন বিজ্ঞান
অত্যানুকূল তাপমাত্রা কাকে বলে? তাপ প্রয়োগে বিক্রিয়ার বেগ বাড়ে কেন?
নির্দিষ্ট চাপে এবং প্রভাবকের উপস্থিতিতে এমন একটি তাপমাত্রা নির্ধারণ করা হয় যেন বিক্রিয়ার গতি এবং উৎপাদ সর্বোচ্চ পরিণত হয়, সেই তাপমাত্রাকে অত্যানুকূল তাপমাত্রা বলে। যেমন- NH3 উৎপাদনে অত্যানুকূল তাপমাত্রা 450–550°C কে নির্ধারণ করা হয়েছে। কারণ, এই তাপমাত্রায় NH3 এর সর্বোচ্চ উৎপাদ পাওয়া যায়।
তাপ প্রয়োগে বিক্রিয়ার বেগ বাড়ে কেন?
তাপ প্রয়োগে বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায়। কারণ তাপ প্রয়োগে বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কের অণুসমূহের গতিশক্তি বৃদ্ধি পায়। ফলে অণুসমূহ বেগ বৃদ্ধি খুব সহজে দ্রুত একে অপরের সংস্পর্শে আসতে পারে এবং দ্রুত সংঘর্ষ ঘটে। ফলে বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায়।