রসায়ন বিজ্ঞান
গ্যালভানাইজিং কি?
তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কোনো ধাতুর উপর জিংক ধাতুর প্রলেপ দেওয়াই হলো গ্যালভানাইজিং। সাধারণত অধিকাংশ ধাতু বায়ু ও পানির সাথে বিক্রিয়া করে। ফলে ধাতু ক্ষয়প্রাপ্ত হয় এবং আর্থিক ক্ষতি সাধিত হয়। আবার ধাতুসমূহের মজুদও সীমিত। তাই ধাতব সম্পদের ক্ষতি রোধ করার জন্য ধাতব পরমাণুকে বায়ু ও পানির সংস্পর্শে থেকে দূরে রাখতে হয়। তেমনি একটি প্রক্রিয়া হলো গ্যালভানাইজিং যেখানে বাহ্যিক প্রভাবক থেকে দূরে রাখা ও ধাতুর ক্ষয় রোধ করার জন্য জিংক ধাতুর প্রলেপ দেওয়া হয়।