
Xioami তাদের রেডমি সিরিজ এর নতুন ফোন Redmi k50 ultra লঞ্চ করলো|নতুন স্মার্টফোনটিতে একটি Snapdragon 8+ Gen 1 চিপসেট থাকছে|ফোনটিতে থাকছে 50 মেগাপিক্সেলের এর একটি প্রাইমারি ক্যামেরা| ফোনটির ডিসপ্লে সেকশনে থাকছে একটি FULL HD Resulation এর OLED প্যানেল যা 120Hz refresh rate সাপোর্টেড| ফোনটির পাওয়ার সেকশনে থাকছে একটি 5000 mAh এর ব্যাটারি যা কিনা 120 watt ফাস্ট চার্জিং সাপোর্টেড|