Smartphone NewsTechnology

এই ৭টি কারণে আপনার অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি স্লো চার্জ নিচ্ছে!

অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি স্লো চার্জ নেওয়ার ৭টি কারণ

ফোন লাখ টাকার হোক না কেন, সবার আগে ব্যাটারির ই অবস্থা খারাপ হতে শুরু করে। কেননা বছরের পর বছর ধরে ব্যাটারি প্রযুক্তি সেই আগের মতোই রয়ে গেছে, হ্যাঁ আমরা ব্যাটারি ক্যাপাসিটি বাড়াচ্ছি কিন্তু তেমন মারাত্মক কোন উন্নতি আনতে সক্ষম হতে পারি নি।

অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি দুর্বল হয়ে যাওয়া মানে চার্জ কম থাকায় কিন্তু একমাত্র প্যারা নয়, আরেকটি বড় সমস্যা হচ্ছে হঠাৎ করে ফোনের চার্জ নেওয়া ধীর গতির হয়ে যাওয়া। আর আজকাল এটা বহু, সত্যি বলতে বহু ফোনেই দেখা যাচ্ছে। বিশেষ করে ইয়া বড় বড় ব্যাটারি ক্যাপাসিটি ওয়ালা ফোন গুলো আসার পরে এই স্লো চার্জিং সমস্যা আরো প্রকোট হয়ে দাড়িয়েছে!

হঠাৎ করে আপনার সাথেও এমন ঘটে যেতে পারে, আপনার যে ফোন কেবল ১-২ ঘণ্টার মধ্যে ফুল চার্জ নিয়ে নিত সেটা আর ৫-১০ ঘণ্টাতেও ফুল চার্জ নিতে চাচ্ছে না। ঠিক আছে, সময়ের সাথে সাথে ফোনের চার্জিং স্লো হয় আবার ব্যাটারিও দুর্বল হয়। কিন্তু এক লাগে চার্জিং টাইম প্রায় অর্ধেক দিন হয়ে যাওয়া, ব্যাপারটা একটু অস্বাভাবিক।

তো টাইটেল থেকেই বুঝতে পেরেছেন, আজকের আর্টিকেলে আলোচনা করবো এমন ৭টি বিষয় নিয়ে, যেগুলোর জন্য হতে পারে আপনার অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি স্লো চার্জ নিচ্ছে। সাথে সমাধান গুলো তো থাকছেই! — আর হ্যাঁ, স্মার্টফোন ব্যাটারি সম্পর্কে কিছু তথ্য পড়ে নিতে একদমই ভুলবেন না!


এই আর্টিকেলের বিষয়বস্তু সমূহ

অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি স্লো চার্জ নেওয়ার ৭টি কারণ

  1. খারাপ মানে ত্রুটি সম্পূর্ণ ক্যাবল
  2. দূর্বল পাওয়ার সোর্স
  3. আপনার ফোন বুড়ো হয়ে গেছে
  4. সফটওয়্যার আপডেট বাগ
  5. আপনার ফোনের ব্যাটারি ই খারাপ হয়ে গেছে
  6. অত্যধিক ব্যাকগ্রাউন্ড অ্যাপস রান থাকা
  7. ভূত টা আসলে সরষের মধ্যেই লুকিয়ে, মানে আপনিই আসল নষ্টের গোড়া

খারাপ ক্যাবল

এক কালে ফোনের চার্জিং স্পীড এমনিতেই স্লো ছিল। ৩-৪ ঘন্টা চার্জিং টাইম কমিয়ে এখন সেটাকে এক বা দেড় ঘণ্টায় নামিয়ে আনা হয়েছে (ব্যাটারি ক্যাপাসিটি এবং ফোন কতটা ফাস্ট চার্জ সাপোর্ট করে তার উপরে নির্ভর করে)। কোন ফোনে তো ক্রেজি ভাবে ৩০ মিনিটেই ফুল চার্জ (০%-১০০%) হয়ে যায়! তাই সামান্য কোন সিস্টেম ত্রুটি হলেই চার্জিং ধীরগতির হতে পারে।

আপনার অ্যান্ড্রয়েড ফোন হঠাৎ করে ধীরে চার্জ নিতে শুরু করলে প্রথমেই যেটা চেক করতে হবে তা হচ্ছে ইউএসবি ক্যাবল। প্রত্যেক দিনের টানা হেঁচড়া আরো অনেক কিছুই সহ্য করতে হয় আপনার ইউএসবি ক্যাবল কে, তাই ক্যাবলে ত্রুটি চলে আসা অনেকটা স্বাভাবিক ব্যাপার।

বেশিরভাগ সময় ইউএসবি ক্যাবলের জন্যই আপনার অ্যান্ড্রয়েড ফোনের চার্জিং স্পীড স্লো হয়ে যায়।

সুতরাং ক্যাবল টি প্রথমে চেক করুন, অনেক সময় ক্যাবল খারাপ হয়ে গেলে আর ফোনের পোর্টে ভালোভাবে আটকে থাকতে চায় না। চেক করে দেখুন ভেতরে কানেক্টর পিন গুলো ঠিকঠাক আছে তো? বেশিরভাগ সময় ইউএসবি কানেক্টরের গোড়ায় তার নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রেও চার্জ স্লো হতে পরে বা সম্পূর্ণ চার্জ নেওয়াই বন্ধ হয়ে যেতে পারে।

বাজারে ক্যাবল কিনতে যাওয়া কিন্তু আরেক প্যারার কাজ। যেমন তেমন ক্যাবল কিনলে কিন্তু নতুন ক্যাবল দিয়েও ফোন সারাদিন রাতেও চার্জ করতে পারবেন না। আর এরকম অভিজ্ঞতা আমার নিজের সাথেই বহুবার ঘটেছে। বাজার থেকে ১০০ টাকায় ক্যাবল কিনে আসল চার্জারে লাগিয়েও ফোন সারারাতে ফুল চার্জ করতে পারিনি। সুতরাং অবশ্যই একটি ভালোমানের ক্যাবলে টাকা ইনভেস্ট করবেন, নতুবা যেই লাউ সেই কদু!

শুধু ক্যাবল পরিবর্তন করেই ৯০% সময় ব্যাটারি স্লো চার্জ হওয়া সমস্যা থেকে নিস্তার পাওয়া যেতে পারে।

স্লো পাওয়ার সোর্স

আপনি যদি পিসি বা ল্যাপটপ দিয়ে ফোন চার্জ করার চেষ্টা করেন সেক্ষেত্রে ব্যাটারি অনেক স্লো চার্জ হবে। আপনি বেস্ট ক্যাবল ব্যাবহার করার পরেও সাথে ইউএসবি ৩.০ ব্যাবহার করলেও চার্জ স্লো হবে, কেননা এর আউটপুট কেবল .9A (ইউএসবি ২.০ তে .5mA)। — আর যদি একই সাথে আপনার ক্যাবলে সমস্যা থাকে তো একেবারে জামাই আদর, ২-৩ দিনেও চার্জ হবে কিনা সন্দেহ!

সাথে ওয়্যারলেস চার্জিং ব্যাবহার করলে বা রিভার্স ওয়্যারলেস চার্জিং করার সময় আপনি তারের তুলনায় বেশ স্লো চার্জিং স্পীড পাবেন। যদিও এখন ফাস্ট ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি চলে এসেছে, কিন্তু সেটা তারের তুলনায় এখনো স্লো। আর আপনার ফোন যদি ফাস্ট প্রযুক্তিটি সমর্থন না করে সেক্ষেত্রে আপনার কি লাভ?

তো এতো কাহিনী কিসের? দ্রুত ফোন চার্জ দিতে চান? ল্যাপটপ/পিসি ছাড়ুন, ওয়্যারলেসও বাদ, ওয়াল প্লাগে চার্জার লাগান, চার্জিং দ্রুত হতে বাধ্য (যদি সব ঠিকঠাক থাকে)!

আপনার ফোন পুরাতন হয়ে গেছে

এবার ব্যাপারটা অনেকটা পার্সোনাল হতে পারে। আহা, পুরাতন ফোনের সাথে জড়িয়ে রয়েছে কতোইনা স্মৃতচারণমূলক ব্যাপার! ওহহ!!! (গলা পরিষ্কার করে নিলাম…😜) যদি স্মৃতি আর পুরাতন ফোন নিয়েই থাকতে চান, কেউ মানা করেনি, কিন্তু চার্জিং স্পীড আর ব্যাটারি ব্যাকআপ নিয়ে প্রশ্ন করবেন সেটা জাতী মেনে নেবে না।

এখনকার নতুন ফোন গুলোতে রয়েছে ফাস্ট চার্জিং প্রযুক্তি সাথে ব্যাটারি ক্যাপাসিটি ও বাড়ানো হচ্ছে দিনের পর দিন। তাই নতুন ডিভাইজ গুলোর সাথে তুলনা করলে কাজ হবে না। আপনার ফোন বুড়ো হয়ে গেছে আর বাকি সবার মত ফাস্ট চার্জিং স্পীড পেতে চাইলে আপনাকে ফোন পরিবর্তন করতে হবে।

আবার এমনও হতে পারে, আপনার ফোন ফাস্ট চার্জ সাপোর্ট করে আগে থেকেই। কিন্তু এখন স্লো হয়েছে তুলনামূলক ভাবে, তো করার কিছু নেই, সবকিছুর একটা নির্দিষ্ট জীবনকাল রয়েছে। এমনকি তাজমহলের সৌন্দর্য্যও আগের মতো নেই। আপনার ফোনও বুড়ো হচ্ছে, কমে যাচ্ছে তার নানান ক্ষমতা! এতো না ভেবে নতুন ফোন কিনেই ফেলুন…

সফটওয়্যার আপডেট বাগ

অনেকেই আমাকে বিশ্বাস নাও করতে পারেন কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি অনেক সময় ত্রুটি যুক্ত সফটওয়্যার আপডেট প্রদান করার ফলে চার্জিং স্পীড স্লো হয়ে যায়। আমি নানান ফেসবুক গ্রুপে এটা অনেক কে শেয়ার করতে দেখেছি। ফোনে নতুন আপডেট এসেছে তারপর থেকেই চার্জিং স্পীড স্লো হয়ে গেছে।

আমার এক বন্ধুর কথা বলি, সে শাওমি মি এ২ লাইট হ্যান্ডসেট ব্যাবহার করছিলো। একটা আপডেট আসার পরে তার চার্জিং স্পীড আকাশ পাতাল স্লো হয়ে যায়। ব্যাপারটা আমাকে জানালে বলি ক্যাবল আর চার্জার পরিবর্তন করে দেখতে, বাট কোনই লাভ হইনি। পরে ক্যাস্টম রম ইন্সটল করার পরে সমস্যাটি ঠিক হয়ে যায়!

তো সফটওয়্যার বাগের জন্যও এমন সমস্যা তৈরি হওয়া মোটেই অদ্ভুদ কোন ব্যাপার নয়। যদি কোন কিছুতেই কাজ না করে, আর হঠাৎ করেই আপডেট দেওয়ার পরেই ব্যাটারি চার্জিং স্লো হয়ে যায় সেক্ষেত্রে ত্রুটি টা আপডেটেই। এই সমস্যা ঠিক করতে আপনাকে দেরি করতে হবে আপনার ফোন প্রস্তুতকারী কোম্পানি কবে বাগ ফিক্স করে আপডেট পাবলিশ করবে তার জন্য। অথবা আপনাকে কাস্টম রম ইন্সটল করতে হবে। কিন্তু সব ফোন এ কাস্টম রম ইন্সটল সহজ নয় বা অনেকে এতোটা টেক স্যাভিও না! সুতরাং সেক্ষেত্রে দেরি করা ছাড়া উপায় নেই।

খারাপ ব্যাটারি

অনেক সময় নতুন ফোনের ব্যাটারিতেও গন্ডগোল দেখা দিতে পারে। আপনি অনলাইন সার্চ করে দেখতে পারেন, সবাই এমন সমস্যা ফেস করছে কিনা। যদি ফোনের ওয়ারেন্টি থাকে তাহলে রিপ্লেস এর জন্য রিকোয়েস্ট করুন। আর ফোনের বয়সের সাথে যে ব্যাটারি খারাপ হবে এটা তো জানা কথা।

ব্যাটারি রিপ্লেসমেন্ট আর আগের মতো নেই। কোন ফোনেই আর রিমুভেবল ব্যাটারি আসছে না, আর এখানে জানুন কেন আর কখনোই রিমুভেবল ব্যাটারি ফিরে আসবে না। যাইহোক, পূর্বে বাজারে গেলেন একটা ভালো ব্যাটারি কিনলেন আর লাগিয়ে ফেললেন। কিন্তু এখন সার্ভিস সেন্টার ছাড়া সেটা সম্ভব নয়, যদি নিজেই এক মহা পণ্ডিত না হয়ে থাকেন। তবে বেস্ট হবে আপনার ফোনের অফিশিয়াল সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করিয়ে নেওয়া।

হয়তো এমন টা আপনার কারণেই হচ্ছে

এবার আয়নার সামনে দাড়ান আর নিজের চেহারাটা খুব ভালো করে দেখে নিন, কারণ এবার সময় এসেছে নিজেকে দোষ দেবার। কারো জন্য কিছু কিছু সময় এবং অনেকের জন্য বেশিরভাগ সময়ই এন্ড্রয়েড ফোনের ব্যাটারি স্লো চার্জ হওয়ার কারণ তারা নিজেই হয়ে থাকেন। হয়তো আপনি ঘন্টার পর ঘন্টা ধরে ফেইসবুকিং করেন বা হতে পারে আপনি পাবজি থেকে বের হতে চান না। ফোনের ব্যাটারি লো হয়ে যাচ্ছে আর সাথে সাথে চার্জে লাগিয়ে ওইভাবেই ধুমসে খেলা চলছে।

অথবা হতে পারে আপনি একজন নেটফ্লিক্স পাগল, সারাদিন নানান high-definition মুভি টিভি সিরিজ স্ট্রিমিং করেন। আর স্ট্রিমিং করার সময় আপনি হয়তো চার্জে লাগিয়েই রাখেন, যাতে ডার্ক এর মত সিরিজগুলো গুলিয়ে না ফেলেন। কিন্তু সমস্যা হচ্ছে আপনি যখন চার্জে লাগিয়ে এরকমভাবে ফোনকে চাপের মধ্যে রাখেন, চার্জ হওয়ার চাইতে দ্রুত আপনার চার্জ ফুরোবে। ফলে ওভারঅল আপনার ফোনের চার্জিং স্পিড অনেক স্লো হয়ে যাবে। তপনকে চার্জে লাগিয়ে ফোন এর উপরে বিশাল চাপ দেওয়া থেকে বিরত থাকুন। এতে শুধু চার্জিং স্পিড ই স্লো নয় বরং খুবই দ্রুত আপনার ব্যাটারি খারাপ হয়ে যাবে।

আর্টিকেল এর এই পয়েন্টে এসে আমি আশা করছি, আপনার অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি কেন স্লো চার্জ হচ্ছে এই কারণটি আপনি খুঁজে পেয়েছেন। আর আপনার ফোনটিকে অণুবীক্ষণ যন্ত্রের নিচে রেখে খুঁটিনাটি চেক করার দরকার নেই বরং উপরের স্টেপ গুলো অনুসরন করুন এতে আশা করা যায় আপনি সলিউশন পাবেন।

তো, উপরের এই স্টেপগুলো থেকে কি আপনি কোন সমাধান খুঁজে পেয়েছেন? অথবা এই আর্টিকেলে কি আমি কোন কিছু মিস করে গেছি? সবকিছুর নিচে কমেন্টে জানিয়ে দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button