গণিত বিজ্ঞান

স্থানীয় মান কাকে বলে? স্থানীয় মান নির্ণয় পদ্ধতি কি?

সংখ্যায় ব্যবহৃত কোনাে অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে, তাকে ঐ অঙ্কের স্থানীয় মান বলে। যেমন, ৩৩৩ সংখ্যাটির সর্বডানের ৩ এর স্থানীয় মান ৩, ডানদিক থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে ৩ এর স্থানীয় মান যথাক্রমে ৩০, ৩০০। তাহলে দেখা যাচ্ছে, একই অঙ্কের স্থান পরিবর্তনের ফলে স্থানীয় মানের পরিবর্তন হয়। কিন্তু তার নিজস্ব বা স্বকীয় মান একই থাকে। অর্থাৎ, ৩৩৩ = ৩ x ১০০ + ৩ x ১০ + ৩।

স্থানীয় মান নির্ণয় পদ্ধতি কি?

১৩০০৪৫০৭৮ সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় কর?

সমাধান: 

  • ৮ এর স্থানীয় মান ৮ একক বা ৮
  • ৭ এর স্থানীয় মান ৭ দশক বা ৭×১০=৭০
  • ৫ এর স্থানীয় মান ৫ হাজার বা ৫×১,০০০= ৫,০০০
  • ৪ এর স্থানীয় মান ৪ অযুত বা ৪× ১০,০০০= ৪০,০০০
  • ৩ এর স্থানীয় মান ৩ কোটি বা ৩×১০০০০০০০= ৩০০০০০০০
  • ১ এর স্থানীয় মান ১০ কোটি বা ১০×১০০০০০০০০= ১০,০০০০০০০

উত্তর: দশ কোটি, তিন কোটি, চল্লিশ হাজার, পাঁচ হাজার, সত্তর, আট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button