Smartphone NewsTechnology

ভিভোর ফোল্ডেবল ফোনে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

এ ফোনের উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে ডুয়াল স্ক্রিন আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

গত মার্চে ভিভো আনুষ্ঠানিকভাবে বাজারে এনেছিল নিজেদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন। ভিভো এক্স ফোর্ড নামের ডিভাইসটির পথ ধরে সামনে আসছে নতুন প্রজন্মের আরেকটি ফোন।

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের বরাতে জানা গিয়েছে, এ ফোনের উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে ডুয়াল স্ক্রিন আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। বিশ্লেষকরা বলছেন, এ প্রযুক্তি বাজারে থাকা সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ফোনকে প্রতিযোগিতায় ফেলব।

শিগগিরই দুটি টু ফোল্ডেবল স্মার্টফোন বাজারে আনার প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি। এর একটি হবে ভিভো এক্স ফোল্ডের সরাসরি উত্তরসূরি। অন্যটি ভার্টিক্যাল ফ্লিপ বা ক্ল্যামসেল ফোল্ডেবল ডিজাইনের।

জনপ্রিয় ভিভো এক্স ফোল্ডে রয়েছে ৮ দশমিক শূন্য ৩ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে। ২কে রেজল্যুশন ও ৪: ৩ দশমিক ৫ অ্যাসপেক্ট র্যাশিও। এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর, এলপিডিডিআর৫ র‌্যাম ও ইউএফএস ৩ দশমিক ১ ইন্টারনাল স্টোরেজ।

ক্যামেরায় থাকছে স্যামসাংয়ের ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ১২ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স ও ৫ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স। ফ্রন্ট ক্যামেরায় থাকছে ১৬ মেগাপিক্সেলের স্ন্যাপার।

অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১২। ৪ হাজার ৬০০ এমএএইচের ব্যাটারি চার্জের জন্য রয়েছে ৬৬ ওয়াটের ফাস্ট চার্জার। এছাড়া ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধাও রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button