Technology

টেসলায় আসছে জনপ্রিয় গেমিং সার্ভিস স্টিম

টেসলায় জনপ্রিয় ক্লাউড-ভিত্তিক গেমিং লাইব্রেরি স্টিম যুক্ত হতে যাচ্ছে

টেসলায় জনপ্রিয় ক্লাউড-ভিত্তিক গেমিং লাইব্রেরি স্টিম যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও ইলন মাস্ক। স্টিম যোগ করে ইন-কার গেমসের সংগ্রহ প্রসারিত করতে চাইছে টেসলা। অনেকেই হয়ত জানেন না, টেসলা তাদের গাড়িতে গেম-প্লে’র সুবিধা দেয়। আর এখন স্টিম যুক্ত করার মাধ্যমে টেসলা আপনাকে এনে দিতে যাচ্ছে গেমিং পিসির সুবিধা।

এক টুইটের জবাবে ইলন মাস্ক বলেছেন, কোম্পানিটি স্টিম ইন্টিগ্রেশনের দিকে অগ্রগতি করছে। আর ডেমো সম্ভবত আগামী মাসে আসবে। গেমিং প্ল্যাটফর্ম হিসেবে টেসলা গাড়ির পর্যালোচনায় তিনি এই মন্তব্য করেন।

টেসলার এই ফিচারগুলো অবশ্যই তাদের প্রতিযোগীদের থেকে আলাদা করে দেয়। মাস্ক বলেন, এমন কোনো গাড়ি নেই যেখানে অত্যাধুনিক কম্পিউটিং প্রযুক্তি রয়েছে এবং যার অত্যাধুনিক ইনফোটেইনমেন্ট রয়েছে, যা আক্ষরিকভাবেই প্লে-স্টেশন ৫ এর স্তরে রয়েছে।

স্টিমের সবচেয়ে জনপ্রিয় বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হলো- ব্যবহারকারীরা তাদের স্টিম অ্যাকাউন্ট থেকে কেনা অথবা ডাউনলোড করা গেমগুলো যেকোনো কম্পিউটার থেকে খেলতে পারবেন। এটি ব্যবহারকারীদের কম কম্পিউটার মেমরি ব্যবহার করে অনেক সংখ্যক গেম বা অ্যাপ্লিকেশন ব্যবহারের সুযোগ দেয়।

টেসলা ইতোমধ্যেই তাদের গাড়িতে বিভিন্ন গেমিং সুবিধা দিচ্ছে। যেমন- কাপহেড, ২০৪৮, সোনিক দ্য হেজহগ ১, বিচ বাগি রেসিংয়ের মতো গেমগুলো। টেসলা গেমগুলো যোগ করেছিল যাতে গাড়ি সুপারচার্জ করার সময় ব্যবহারকারী সময় কাটাতে পারেন। টেসলার এএমডি রাইজেন প্রসেসরের কল্যাণে এই গেমগুলো খেলা সম্ভব হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button