Google

গুগল ড্রাইভ দিয়ে স্ক্যান করার সুবিধা

গুগল ড্রাইভ দিয়ে স্ক্যান করার সুবিধা

ডেস্কটপ বা ল্যাপটপের সাথে স্ক্যানার যুক্ত করে স্ক্যান করার পদ্ধতিটা পুরনো। স্মার্টফোনেই এখন অনেক রকম অ্যাপ রয়েছে যা দিয়ে স্ক্যানারের সুবিধা পাওয়া যায়। সেই সুবিধাকে আরো সহজ করলো গুগল ড্রাইভ।

এখন থেকে জরুরি কাগজপত্র স্ক্যান করার জন্য আলাদা অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন নেই। অ্যানড্রয়েড ফোনে থাকা ইনবিল্ট অ্যাপ্লিকেশন গুগল ড্রাইভ দিয়েই এই সুবিধা পাওয়া যাবে।

শিক্ষার্থীদের পাশাপাশি কর্মক্ষেত্রেও এটি দারুণ কার্যকর সুবিধা হতে পারে। অনেকেই পিডিএফ ফাইল ওপেন করার জন্য গুগল ড্রাইভ ব্যবহার করেন। এর সাথে যদি স্ক্যান করার সুবিধা পাওয়া যায় তাহলে তো কথাই নেই। তবে গুগল ড্রাইভ দিয়ে এই স্ক্যান করার সুবিধা আইফোন, আইপ্যাড ও ডেস্কটপে কাজ করবে না।

জেনে নিন গুগল ড্রাইভ দিয়ে কিভাবে স্ক্যান করবেন-

১. সবার প্রথমে স্মার্টফোনে গুগল ড্রাইভ ওপেন করুন।

২. এবার হোম স্ক্রিনে নিচে + আইকনে ক্লিক করুন।

৩. তারপর স্ক্যান অপশনে ক্লিক করুন।

৪. এবার যেই ছবি বা কাগজপত্র স্ক্যান করতে চান সেটি ক্যাপচার করুন।

৫. এখানে আপনি ওই ছবি বা কাগজপত্র ক্রপও করতে পারবেন। অ্যাডজাস্ট করতে পারবেন এবং রিফ্রেস করে আবার ক্লিক করতে পারবেন।

৬. স্ক্যান করা হয়ে গেলে ডান অপশনে ক্লিক করুন।

এইভাবে আপনার ফোনে স্ক্যান করা কাগজপত্র সেভ হয়ে যাবে। এ ছাড়া আপনি যদি চান গুগল ড্রাইভ খুলতেই দ্রুত সব কাগজপত্র গুলো যাতে চোখে পড়ে এর জন্য শটকাট তৈরি করতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button