Earn Money Onlineআর্টিকেলইনফরমেশন টেকনোলজি

গুগল এডসেন্স কি?

কিভাবে কাজ করে এডসেন্স?

গুগল এডসেন্স কি ? (What Is Google AdSense in Bangla), আজকের আর্টিকেলে আমরা এই বিষয়ে কথা বলবো।

বর্তমান সময়ে সাধারণ লোকেদের মধ্যে “ Google AdSense” শব্দটি সাংঘাতিক জনপ্রিয়তা লাভ করেছে।

কারণ, বর্তমানে ইন্টারনেট থেকে অনলাইনে সহজে টাকা ইনকাম করার সেরা এবং কার্যকর উপায় হলো এই “গুগল এডসেন্স“.

প্রত্যেক মাসে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ লোকেরা গুগল এডসেন্সের মাধ্যমে ঘরে বসেই অনলাইনে প্রচুর ইনকাম করছেন।

আর তাই, অনলাইন টাকা ইনকাম করার ক্ষেত্রে সম থেকে অধিক পরিমানে এডসেন্স এর ব্যবহার করা হয়।

কিন্তু, Google AdSense হলো সম্পূর্ণ বিশ্বাসী একটি নেটওয়ার্ক যেটা বর্তমানে অনেক জনপ্রিয়।

এখন, আপনিও যদি এডসেন্স এর বিষয়ে ইন্টারনেট বা অন্যান্য যেকোনো মাধ্যমে শুনেছেন,

তাহলে, আপনার মনেও হয়তো এই “Google AdSense কি” প্রশ্নটি চলে এসেছে।

আপনিও হয়তো এখন জানতে চাইছেন যে, আসলে গুগল এডসেন্স থেকে লোকেরা কিভাবে টাকা ইনকাম করছেন ?

তাই তো ?

তবে, আমাদের আজকের এই আর্টিকেল সম্পূর্ণ পড়ার পর, গুগল এডসেন্সের বিষয়ে আপনারা সম্পূর্ণটা জেনে যাবেন।

Post Contents

গুগল এডসেন্স কি ? (What is Google AdSense in Bengali)

Google AdSense হলো এমন একটি এডভার্টাইসিং প্রোগ্রাম (advertising program) যেটা Google দ্বারা পরিচালনা এবং নিয়ন্ত্রণ করা হয়। এই নেটওয়ার্ক এর দ্বারা গুগল থেকে বিভিন্ন ধরণের অনলাইন বিজ্ঞাপন গুলোকে online publishers রা তাদের blog, YouTube channel বা website এর মধ্যে দেখিয়ে টাকা ইনকাম করতে পারেন।

AdSense দ্বারা বিভিন্ন আলাদা আলাদা ধরণের বিজ্ঞাপন গুলো আমাদের ওয়েবসাইটে দেখানো হয়। যেমন, text, images, video বা interactive media advertisements ইত্যাদি। যেকোনো ব্যক্তি গুগল এডসেন্সের জন্য আবেদন জানাতে পারবেন যদি তাদের একটি ওয়েবসাইট, ব্লগ বা ইউটিউবের চ্যানেল রয়েছে।

তাই সোজা বাংলাতে বললে,

Google AdSense হলো একটি online earning program যেটা ব্যবহার করে আপনি আপনার website/blog এর মধ্যে বিভিন্ন ধরণের বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করতে পারবেন।

বর্তমান সময়ের বেশিরভাগ ব্লগার (bloggers) তাদের ব্লগ থেকে ইনকাম করার ক্ষেত্রে কেবল গুগল এডসেন্স এর ওপরেই নির্ভর করে থাকেন।

যদি আপনার একটি blog site বা website রয়েছে, তাহলে এর থেকে আপনিও ইনকাম করতে পারবেন। Google AdSense আপনাকে দুই ধরণে টাকা দিয়ে থাকে।

Impressions: আপনার ওয়েবসাইটে দেখানো বিজ্ঞাপন (ads) গুলো প্রত্যেক দিন কত বার ভিসিটর্স দের দ্বারা দেখা হয়েছে, সেই ভিউজ এর ওপরে আপনাকে টাকা দেওয়া যেতে পারে। ধরুন, আপনাকে প্রত্যেক 1000 ads views এর বিপরীতে প্রায় $1 dollars দেওয়া হয়।

Clicks: আপনার ওয়েবসাইটে এডসেন্স দ্বারা দেখানো বিজ্ঞাপন গুলোতে কতবার ক্লিক করা হয়েছে সেটার ওপরেই মূলত অধিক টাকা দেওয়া হয়। তবে, সর্ব প্রথমে আপনাকে গুগল এডসেন্সের জন্যে এপ্লাই করতে হয়।

যদি গুগল আপনার ওয়েবসাইটকে তার বিজ্ঞাপন দেখানোর জন্যে এপ্রুভ (approve) করে থাকে,

তাহলে তারপর, আপনি আপনার হিসেবে বিজ্ঞাপনের প্রকার ( type of ads) এবং নিজের ওয়েবসাইটের কোন অংশে বিজ্ঞাপন দেখাবেন, সেটার সিদ্ধান্ত নিতে পারবেন।

এবার, যখন আপনার ওয়েবসাইটে দেখানো গুগল এডসেন্সের বিজ্ঞাপন গুলো আপনার ওয়েবসাইটের ভিসিটর্স রা দেখবেন এবং সেগুলোতে ক্লিক করবেন,

তখন আপনি সেই ad clicks/views এর বিপরীতে নিজের এডসেন্স একাউন্টে টাকা পেতে থাকবেন।

একবার আপনার এডসেন্স একাউন্টে $১০০ জমা হয়ে গেলে, সেই টাকা আপনি নিজের bank account এর মাধ্যমে তুলে নিতে পারবেন।

গুগল এডসেন্স থেকে টাকা ইনকাম করার জন্যে ৩ টি জিনিসের প্রয়োজন।

  • একটি ব্লগ/ওয়েবসাইট 
  • এপ্রুভাল পাওয়া একটি এডসেন্স একাউন্ট
  • আপনার ওয়েবসাইট এর মধ্যে প্রচুর ভিসিটর্স বা ট্রাফিক 

তাহলে আশা করছি, গুগল এডসেন্সের বিষয়ে সম্পূর্ণটা বুঝতেই পেরেছেন।

গুগল এডসেন্স কিভাবে কাজ করে ?

Google AdSense কিভাবে কাজ করে, বিষয়টি ভালো করে বোঝার জন্যে আপনাকে একটু মন পড়তে হবে।

যদি আপনার ওয়েবসাইটে কোনো কোম্পানির পণ্যের বিজ্ঞাপন দেখিয়ে সেই কোম্পানির থেকে টাকা আদায় করতে চাইছেন,

তাহলে, হয়তো সরাসরি আপনাকে সেই কোম্পানির সাথে কথা বলতে হবে।

কিন্তু সেই কোম্পানি আপনার সাথে কাজ করার জন্যে রাজি হবে বলে সেটার কোনো নিশ্চয়তা নেই।

তাছাড়া, আপনি এভাবে কতটা কোম্পানির সাথেই বা কথা বলতে পারবেন।

ইন্টারনেটের জনপ্রিয়তা, সুযোগ এবং ব্যবহার এর ওপরে লক্ষ্য করে গুগল এই সমস্যার সমাধান হিসেবে “23 October 2000” সালে নিয়ে আসে Google Ads

Google ads হলো গুগল দ্বারা নিয়ন্ত্রিত একটি অনলাইন সেবা যেখানে যেকোনো ছোট-বড় কোম্পানি গুলো বিজ্ঞাপনের মাধ্যমে নিজেদের পণ্য বা সেবার অনলাইন প্রচার করার ক্ষেত্রে আবেদন জানান।

বিজ্ঞাপন গুলো অনলাইন দেখানোর বিপরীতে Google তাদের থেকে কিছু টাকা নিয়ে থাকে।

এখন, কোম্পানি গুলোর পণ্যের বিজ্ঞাপন অনলাইনে দেখানোর বা প্রচার করার দায়িত্ব থাকছে গুগলের ওপরে।

তাই, গুগল তৈরি করে অন্য একটি সার্ভিস এর যার নাম হলো “Google AdSense“.

Google AdSense একাউন্টের মধ্যে বিভিন্ন blog, Website, YouTube channel ইত্যাদি গুলোকে তাদের মালিকের দ্বারা যোগ করানো হয়।

এবং, টাকা ইনকাম করার উদ্দেশ্যে ওয়েবসাইটের মালিকেরা গুগল এডসেন্সের বিজ্ঞাপন নিজেদের ওয়েবসাইটে দেখান।

“Google ads” এর মাধ্যমে রেজিস্টার হওয়া বিভিন্ন কোম্পানি গুলোর পণ্যের বিজ্ঞাপন গুলোকেই গুগল তার এডসেন্স প্লাটফর্ম এর মাধ্যমে বিভিন্ন ওয়েবসিয়ে, ব্লগ বা ভিডিও গুলোতে বিজ্ঞাপনের ব্যাধমে দেখিয়ে থাকে।

তাই, টাকা নিয়ে বিভিন্ন আলাদা আলাদা কোম্পানির বিজ্ঞাপন সংগ্রহ করা এবং টাকা দিয়ে সেই বিজ্ঞাপন গুলোকে অন্যান্য ব্যক্তিদের অনলাইন ওয়েবসাইটে প্রচার করা এই দুটো ক্ষেত্রেই গুগল দুটি আলাদা আলাদা প্লাটফর্ম তৈরি করেছে।

এবং, এই দুটি প্লাটফর্ম / সার্ভিস তৈরি করার ফলে গুগল বসে বসে ইনকাম করছে।

কেননা, Google ads এর মাধ্যমে যারা যারা বিজ্ঞাপন প্রচার করতে চাইছেন, তাদের থেকে গুগল কিছু টাকা নিচ্ছেন।

এখন, Google AdSense এর মাধ্যমে ব্লগ বা ওয়েবসাইটে দেখানো সেই বিজ্ঞাপনের বিপরীতে সেই টাকার কিছু অংশ গুগল দিয়ে দিচ্ছে ওয়েবসাইটের মালিককে।

তাহলে, ভালো করে দেখতে গেলে গুগল একটি সেরা business model তৈরি করে দিয়েছে,

যেটা, সাধারণ লোকেদের এবং গুগল দুজনের ক্ষেত্রেই লাভজনক।

Google AdSense কিভাবে কাজ করে – (step by step)

চলুন, এখন আমরা সরাসরি কিছু স্টেপস এর মাধ্যমে জেনেনেই এডসেন্স কিভাবে কাজ করে।

  • Google Ads এর মাধ্যমে বিভিন্ন কোম্পানি গুলো তাদের products / services এর বিজ্ঞাপন অনলাইনে দেখানোর উদ্দেশ্যে একাউন্ট তৈরি করেন।
  • Advertisers / company গুলোর থেকে বিজ্ঞাপন দেখানোর বিপরীতে গুগল টাকা নিয়ে থাকে।
  • Google ads এর মধ্যে তৈরি করা প্রত্যেকটি বিজ্ঞাপনের ক্ষেত্রে কিছু নির্ধারিত/লক্ষবস্তু কীওয়ার্ড সেট করা হয়।
  • আপনি একজন ওয়েবসাইটের মালিক যে গুগল এডসেন্স এর বিজ্ঞাপন নিজের ওয়েবসাইটে দেখিয়ে টাকা ইনকাম করতে চাইছেন।
  • আপনি, গুগল এডসেন্স এর একটি একাউন্ট তৈরি করলেন এবং নিজের ওয়েবসাইট এর বিষয়ে তথ্য প্রদান করে এডসেন্স একাউন্ট এপ্রুভ করার আবেদন জানালেন।
  • এখন গুগল এডসেন্স এর তরফ থেকে আপনার একাউন্ট approve করে দেওয়া হলো। মানে, আপনি নিজের ওয়েবসাইটে গুগল এডসেন্সের বিজ্ঞাপন দেখাতে পারবেন।
  • এবার, আপনি নিজের এডসেন্স একাউন্টের মধ্যে নিজের পছন্দ হিসেবে text, display, in-article ইত্যাদি কিছু ads format তৈরি করলেন।
  • তৈরি করা বিজ্ঞাপনের বিপরীতে আপনাকে কিছু ad codes দেওয়া হবে যেটাকে copy করে নিজের ওয়েবসাইটের সেই প্রত্যেক অংশে পেস্ট করতে হবে যেখানে যেখানে আপনি বিজ্ঞাপন ডিসপ্লে করতে চাইছেন।
  • বিজ্ঞাপনের কোড নিজের ওয়েবসাইটে পেস্ট করার পর, আপনার ওয়েবসাইটে এডসেন্স দ্বারা বিজ্ঞাপন দেখানো চালু হয়ে যাবে।
  • Google ads এর মধ্যে বিভিন্ন advertisers / company গুলোর দ্বারা তাদের products / services এর যেই বিজ্ঞাপন গুলো তৈরি করা হয়েছিল, সেগুলোই আপনার ওয়েবসাইটে দেখানো হবে।
  • তবে, Google ads এর মধ্যে বিজ্ঞাপন তৈরি করার সময় যেই keywords গুলোকে target করেছে, সেই keywords গুলো যদি আপনার ওয়েবসাইটের কনটেন্ট এর মধ্যে থাকলে তাহলে সরাসরি ওয়েবসাইটের কনটেন্ট এর সাথে জড়িত বিজ্ঞাপন এডসেন্স দ্বারা দেখানো হয়।
  • শেষে, আপনার ওয়েবসাইটের ভিসিটর্স রা যদি ওয়েবসাইটের মধ্যে গুগল দ্বারা দেখানো বিজ্ঞাপন গুলো ক্লিক করে থাকেন, তাহলে আপনাকে গুগল এডসেন্স এর তরফ থেকে টাকা দেওয়া হবে।
  • যখন, আপনার ওয়েবসাইটে দেখানো বিজ্ঞাপনে কোনো ভিসিটর ক্লিক করবেন, তখন সেই বিজ্ঞাপন এর বিপরীতে advertiser থেকে তার Google ads account এর মাধ্যমে কিছু টাকা আদায় করা হয়।
  • এবার, যিহেতু আপনার ওয়েবসাইট এর মাধ্যমে advertiser এর ads এর মধ্যে click হয়েছে, তাই advertiser থেকে আদায় করা টাকার কিছু অংশ আপনাকে আপনার AdSense account এর মধ্যে দিয়ে বাকিটা গুগল নিজের কাছে রাখবে।
  • আপনি নিজের গুগল এডসেন্স একাউন্টে আয় করা টাকা bank account এর মাধ্যমে তুলতে পারবেন।

তাহলে বুঝলেন তো, গুগল এডসেন্স কিভাবে কাজ করে।

AdSense থেকে কত টাকা আয় করা যাবে ?

গুগল এডসেন্স থেকে কত টাকা ইনকাম করা যাবে সেটা সম্পূর্ণ ভাবে আলাদা আলাদা বিষয়ের ওপরে নির্ভর করে থাকে।

মূলত, আপনার ওয়েবসাইট প্রত্যেক দিন ট্রাফিক কত আসছে, ওয়েবসাইট এর মধ্যে দেখানো বিজ্ঞাপন গুলোতে ক্লিক কত বেশি হচ্ছে বা প্রত্যেক ক্লিক এর বিপরীতে আপনাকে CPC (cost per click) কত করে দেওয়া হচ্ছে, এর ওপরেই এডসেন্সের ইনকাম নির্ভর।

এমনিতে, গুগল এডসেন্স থেকে বিশ্বজুড়ে লোকেরা প্রত্যেক মাসে হাজার থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন।

তাছাড়া, গুগল এডসেন্স থেকে ম্যাক্সিমাম কত টাকা ইনকাম করতে পারবেন তার কোনো সীমা নেই।

কেননা, আপনার ওয়েবসাইটে যত বেশি traffic আসবে, বিজ্ঞাপন গুলোতে ক্লিক হওয়ার সুযোগ ততটাই বেশি হয়ে উঠবে।

এর ফলে, এডসেন্স থেকে আপনার ইনকাম প্রচুর বৃদ্ধি পাবে।

যদি আপনার ওয়েবসাইটে high quality organic search traffic প্রচুর আসছে, তাহলে এডসেন্স থেকে প্রত্যেক মাসে ১,০০,০০০ টাকা আয় করাটাও সহজ।

কিন্তু যদি, আপনার ওয়েবসাইটে আসা traffic এর quality low, তাহলে অধিক traffic থাকলেও ২০,০০,০০ আয় করতেও অনেক কষ্ট হবে।

গুগল এডসেন্স থেকে টাকা তুলার নিয়ম / উপায় কি ?

গুগল এডসেন্স থেকে টাকা তোলার উপায় অনেক সোজা এবং সহজ।

যখন আপনার এডসেন্স একাউন্টে টোটাল $১০০ আয় হয়ে যাবে,

তখন, আপনি নিজের ব্যাঙ্ক একাউন্টে সেই টাকা Electronic Fund Transfer (EFT) এর মাধ্যমে ট্রান্সফার করতে পারবেন।

তবে হে, এর জন্যে আপনাকে সর্বপ্রথমে নিজের গুগল এডসেন্সের একাউন্টে bank account এর তথ্য জমা করতে হবে।

সঠিক ভাবে নিজের ব্যাঙ্ক এর প্রত্যেকটি details দিয়ে দেওয়ার পর, পেমেন্ট নিয়ে আপনাকে ভাবতে হবেনা।

$১০০ হয়ে গেলেই গুগল নিজে নিজে প্রত্যেক মাসের ২১ বা ২২ তারিখে আপনার দিয়ে দেওয়া ব্যাঙ্ক একাউন্টে টাকা পাঠিয়ে দিবে।

AdSense account বানাতে কি কি লাগে ?

গুগল এডসেন্স একাউন্ট বানাতে আপনার মূলত একটি website, blog site বা YouTube channel এগুলোর মধ্যে যেকোনো একটি থাকতে হবে।

কেননা, এডসেন্সের বিজ্ঞাপন আমরা এমন একটি প্লাটফর্ম এর মধ্যে দেখাতে পারি যেখানে text, media, images ইত্যাদি contextual content রয়েছে।

তাই, যদি আপনি গুগল এডসেন্স থেকে ইনকাম করতে চাইছেন, তাহলে প্রথমেই একটি ব্লগ সাইট তৈরি করার পরামর্শ আমি দিবো।

এবার, যদি আপনার একটি ওয়েবসাইট বা ব্লগ আছে, তাহলে এখন আপনার প্রয়োজন হবে একটি “Gmail account” এর।

হে, যা আমি আগেই বলেছি AdSense হলো গুগল এর একটি সার্ভিস।

আর তাই, গুগল এডসেন্স তৈরি করার ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে একটি জিমেইল আইডির

এর সাথেই, পেমেন্ট গ্রহণ করার জন্য আপনার একটি ব্যাঙ্ক একাউন্ট (bank account) থাকতে হবে।

হে, আপনি চাইলে নিজের ঘরের অন্যান্য সদস্যদের bank account ব্যবহার করতে পারবেন।

এই জরুরি জিনিস গুলো যদি আপনার কাছে রয়েছে, তাহলে সরাসরি Google Adsense sing up প্রক্রিয়া করে নিতে পারবেন।

নিজের প্রত্যেকটি জরুরি details যেমন, আপনার ঠিকানা, ওয়েবসাইটের নাম, যোগাযোগের নম্বর, ব্যক্তিগত তথ্য ইত্যাদি sign up প্রক্রিয়াতে দিতে হবে।

 

আমাদের শেষ কথা,,

তাহলে বন্ধুরা, আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা জানলাম যে, “গুগল এডসেন্স কি” এবং “কিভাবে কাজ করে গুগল এডসেন্স“।

আমার সব সময় এটাই চেষ্টা রয়েছে যাতে আমি আপনাদের সম্পূর্ণ তথ্যবহুল আর্টিকেল প্রদান করতে পারি।

তাই, “About Google AdSense in Bangla” নিয়ে যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে,

তাহলে, অবশই কমেন্ট করে জানিয়ে দিবেন।

তাছাড়া, আর্টিকেলটি ভালো লেগে থাকলে অবশই শেয়ার করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button