MOBILES LEAKSSmartphone News

নকিয়া আনল ৪জি ফিচার ফোন

সাশ্রয়ী দামে নতুন দুই ফিচার ফোন আনলো নকিয়া

সাশ্রয়ী দামে নতুন দুই ফিচার ফোন আনল নকিয়া। এগুলো হলো নকিয়া ১১০ (২০২২) এবঙ নকিয়া ৮২১০ ৪জি।

ফোন করা, মেসেজ আদান-প্রদান করার জন্য যারা ভালো ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোন দুইটি আদর্শ। কেননা, এগুলো নকিয়া ব্র্যান্ডের ফিচার ফোন। যার দামও হাতের নাগালে।

নকিয়া ১১০ (২০২২)
নকিয়া ১১০ (২০২২) ফোনটিতে খুব পাতলা, কম্প্যাক্ট বডি, ফিজিক্যাল কিপ্যাড, একহাতে যথেচ্ছ ব্যবহারের জন্য কার্ভড ব্যাক প্যানেল রয়েছে। ফোনটি শক্তপোক্ত, ঠিক নকিয়ার অন্যান্য ফিচার ফোনগুলো যেমন হয়। পিছনে একটাই ক্যামেরা রয়েছে এর। এলসিডি কালার ডিসপ্লে দেওয়া হয়েছে। সিয়ান, চারকোল এবং রোজ় গোল্ড এই তিনটি রঙে পাওয়া যাবে নকিয়া ১১০ মডেল।

০.৩ কিউভিজিএ ক্যামেরা সেন্সর রয়েছে এই নকিয়া ফিচার ফোনে। বিল্ট-ইন টর্চ, এফএম রেডিও এবং মিউজিক প্লেয়ারও দেওয়া হয়েছে। রয়েছে একটি মাইক্রোএসডি কার্ড স্লট, যা ৩২ জিবি স্টোরেজ সাপোর্ট করবে। নিশ্চিন্তে ব্যবহার ও লম্বা ব্যাকআপের জন্য রয়েছে একটি ১০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এর সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার হল, অটোমেটিক কল রেকর্ডিং। এছাড়াও এই ফোনটি ক্লাসিক স্নেক গেমের নতুন ভার্সনটিও সাপোর্ট করবে।

নকিয়া ৮২১০ ৪জি
এই মডেলটি লঞ্চ করা হয়েছিল ১৯৯৯ সালে। সেই পুরাতন ডিজ়াইন দ্বারা অনুপ্রাণিত হয়ে এই নতুন মডেলটি নিয়ে আসা হয়েছে, যাতে পলিকার্বোনেট বডি রয়েছে।

২.৮ ইঞ্চির কিউভিজিএ ডিসপ্লে, ০.৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে এই ফোনে। লাল ও ডার্ক ব্লু এই দুইটি কালার অপশনে পাওয়া যাবে ফোনটি।

পারফরম্যান্সের জন্য এই ফোনে একটি ইউনিসক টি১০৭ প্রসেসর থাকছে। যা পেয়ার করা রয়েছে ৪ মেগাবাইট পর্যন্ত র‌্যাম এবং ১২৮ মেগাবাইট পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সঙ্গে।

নকিয়া ১১০ (২০২২) ফোনটির ভিন্ন রঙের মডেলের দাম বিভিন্ন। ভারতে সিয়ান ও চারকোল মডেল দুটি মিলবে মাত্র ১৭০০ রুপিতে। অন্য দিকে রোজ় গোল্ড মডেলটির দাম ১৮০০ রুপি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button