MOBILES LEAKSSmartphone News

রাশিয়ায় আধিপত্য হারাচ্ছে আইফোন, শীর্ষে শাওমি

রাশিয়ার বাজারে নিজেদের আধিপত্য হারাচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের আইফোন

রাশিয়ার বাজারে নিজেদের আধিপত্য হারাচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের আইফোন। দেশটিতে দিনকে দিন বাড়ছে চীনা মোবাইলের কদর। সেরা পাঁচ স্মার্টফোন ব্র্যান্ডের মধ্যে তিনটিই এখন চীনের দখলে। এক সময়ে বাজার দখলের শীর্ষে ছিল আইফোন।

রাশিয়ার প্রযুক্তি গবেষণা সংস্থা কোমারস্টান্ট স্মার্টফোনের বাজার নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে উঠে এসেছে ফোন বিক্রির আদ্যপ্রান্ত। জুলাইয়ে দেশটির মোবাইল মার্কেট শেয়ারের ৪২ শতাংশ দখল করে সবার শীর্ষে রয়েছে চীনের শাওমি। দক্ষিণ কোরিয়ার স্যামসাং, আইফোন ছাড়াও রিয়েলমি এবং টেকনো শীর্ষ পাঁচ ব্র্যান্ডের মধ্যে জায়গা করে নিয়েছে।

রাশিয়ায় শাওমির বিশাল মার্কেট শেয়ার থাকা সত্ত্বেও রিয়েলমি সর্বোচ্চ প্রবৃদ্ধি রেকর্ড করেছে জুলাইয়ে। চীনা ব্র্যান্ডটি বিক্রির দিক থেকে স্যামসাং এবং আইফোনকে ছাড়িয়ে দ্বিতীয় স্থান দখল করেছে। মার্কেট শেয়ার ১৩ দশমিক ৪ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১৭ শতাংশ। এমনকি, টেকনো মার্কেট শেয়ারে আইফোনকে ছাড়িয়ে গেছে। এই ব্র্যান্ডটি ৭ দশমিক ৫ শতাংশ শেয়ার নিয়ে চতুর্থ, আইফোন ৭ শতাংশ শেয়ার নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

স্যামসাং ৮ দশমিক ৩ শতাংশ শেয়ার নিয়ে তৃতীয় স্থানে আছে।

জুলাই মাসে দেশটিতে ২.৩ মিলিয়ন স্মার্টফোন বিক্রি হয়েছে। স্যামসাং এবং অ্যাপলের মতো ব্র্যান্ডের মার্কেট শেয়ার পতনের একমাত্র কারণ অফিসিয়াল আমদানি বন্ধ থাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button