রসায়ন বিজ্ঞান

আয়তনমিতিক ফ্লাস্ক কি?

আয়তনমিতিক ফ্লাস্ক হচ্ছে লম্বা গলাবিশিষ্ট এবং চ্যাপ্টা তলবিশিষ্ট কাঁচের ফ্লাস্ক। আয়তনমাত্রিক বিশ্লেষণের ক্ষেত্রে এ ফ্লাস্কটি ব্যবহৃত হয় তাই এর নাম দেওয়া হয়েছে আয়তনমিতিক ফ্লাস্ক। 100 mL, 250 mL, 500 mL এবং 1000 mL ধারণ ক্ষমতাবিশিষ্ট এ ফ্লাস্কটি হয়ে থাকে। লম্বা নলের মধ্যে নির্দিষ্ট স্থানে একটি দাগ থাকে যা এ ফ্লাস্কের আয়তনের সীমারেখা নির্দেশ করে। ফ্লাস্কটির গায়ে এর ধারণ ক্ষমতা লেখা থাকে। এর মুখটি কাঁচ নির্মিত একটি স্টপার দ্বারা বন্ধ করার ব্যবস্থা থাকে। নির্দিষ্ট আয়তনের প্রমাণ দ্রবণ তৈরি করতে এ ফ্লাস্কটি ব্যবহার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button