আর্টিকেল

বনভূমি কাকে বলে? বনভূমি কত প্রকার ও কি কি?

যে কোন দেশের বনজ তথা গাছপালা সম্পদকে বনভূমি বলে।

বনভূমির প্রকারভেদ

বাংলাদেশের বন এলাকাকে মোটামুটি চার ভাগে ভাগ করা যায়। যথা :

১. চট্টগ্রামের বনাঞ্চল,

২. সিলেটের বন,

৩. সুন্দরবন ও

৪. ঢাকা-টাঙ্গাইল ময়মনসিংহ অঞ্চলের বনভূমি।

এছাড়াও উদ্ভিদের বিভিন্নতা অনুসারে বনভূমিকে তিন ভাগে ভাগ করা যায়। যথা :

১. ক্রান্তীয় চির হরিৎ বনভূমি এবং পত্র-পতনশীল বনভূমি।

২. ক্রান্তীয় পাতামরা বা পত্র-পতনশীল বনভূমি এবং

৩. স্রোতজ বা গরান বনভূমি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button