Technology

SSD কি ? জেনেনিন HDD এবং SSD মধ্যে কি পার্থক্য রয়েছে

HDD না SSD কোনটা ব্যবহার করবো ?

বর্তমানের সময়ে, আজ computer system গুলো প্রচুর আধুনিক এবং উন্নত হয়ে দাঁড়িয়েছে।

এবং, একটি কম্পিউটার সিস্টেম কতটা দ্রুত ভাবে কাজ করতে পারবে সেটাকেই নজরে রেখে আধুনিক কম্পিউটার গুলোকে তৈরি করা হচ্ছে।

আর যখন একটি কম্পিউটারের দ্রুত কাজ করা ক্ষমতা নিয়ে কথা বলা হচ্ছে,

তখন, SSD (solid state drive) এর কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

SSD হলো একটি আধুনিক ও উন্নত computer storage solution যেটা পুরোনো HDD (hard disk drive) গুলোর তুলনায় অধিক দ্রুত ভাবে কাজ করে।

এমনিতে, হার্ড ডিস্ক এবং এসএসডি দুটোর কাজ একি, তবে দুটোর মধ্যে ভালো মানের পার্থক্য রয়েছে।

তবে, যদি আপনি জানেননা যে, “SSD কি” (What is SSD in Bengali), তাহলে আজকের এই আর্টিকেল আপনার অনেক কাজে আসবে।

আজকে আমরা এসএসডি (SSD) নিয়ে সম্পূর্ণ তথ্য এই আর্টিকেলে জেনেনিব। (What is Solid State Drive).

এসএসডি (SSD) কি ?

সবচে প্রথম প্রশ্ন যেটা থাকছে সেটা হলো “ssd এর পূর্ণরূপ কি” ?

SSD এর পূর্ণরূপ হলো , “solid state drive“.

সোজা ভাবে বললে, একটি সলিড স্টেট ড্রাইভ (SSD) হলো এক ধরণের আধুনিক storage device যেগুলোকে বর্তমানের মডার্ন কম্পিউটার ডিভাইস গুলোতে ব্যবহার করা হয়।

মানে, একটি SSD ঠিক Hard Disk Drive (HDD) এর মতোই আমাদের কম্পিউটারে যেকোনো data বা file গুলোকে store করে রাখার কাজ করে।

তবে, এটা স্পষ্ট যে একটি হার্ড ডিস্ক ড্রাইভ এর তুলনায় এসএসডি গুলো অনেক দ্রুত ভাবে কাজ করার ক্ষমতা রাখে।

SSD গুলো এতটা fast হওয়ার কারণ হলো, এর মধ্যে ব্যবহার করা হয় “flash-based memory” যেটা traditional technolgy থেকে অনেক গুনে ফাস্ট।

HDD (hard disk drive) গুলোতে এমন কিছু technology ব্যবহার হয়ে থাকে যেগুলো সত্যি অনেক স্লো।

ফলে, আপনার কম্পিউটার অনেক স্লো ভাবে data, file ইত্যাদির আদান প্রদান করে থাকে।

সোজা ভাবে বললে, আপনার কম্পিউটার অনেক স্লো কাজ করে।

তবে, SSD গুলোতে fast throughputs এবং low read-access times এর এমন modern technology ব্যবহার করা হয়েছে যে এর ফলে কম্পিউটারের দ্রুততা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

তাই সোজা ভাবে বললে,

“SSD হলো এমন এক আধুনিক computer storage solution যেটাকে Hard disk এর update version হিসেবে বলা যেতে পারে যেখানে কিছু উন্নত মানের প্রযুক্তির ব্যবহার করা হয়েছে।

Pendrive, memory card ইত্যাদির মতোই SSD (solid state drive) হলো একটি flash storage system যেটাকে মূলত, কম power consume করে efficiently এবং fast কাজ করার জন্যে তৈরি করা হয়েছে।

আপনার কম্পিউটারে আপনি SSD ব্যবহার করবেন নাকি HDD, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার।

তবে মনে রাখবেন, যেই দামে আপনি HDD কিনতে পারবেন তার ৩ থেকে ৪ গুন বেশি দামে পাবেন এসএসডি (SSD).

তাই, SSD থাকা কম্পিউটার বা laptop গুলোর দাম তুলনামূলক ভাবে বেশি থাকে।

তাহলে আশা করছি, এসএসডি মানে কি বিষয়টা আপনারা বুঝতেই পেরেছেন।

SSD full form – এসএসডি পূর্ণরূপ কি ?

এসএসডির ফুল ফর্ম বা পূর্ণরূপ হলো – “Solid State Drive“.

এটা হলো একটি আধুনিক এবং উন্নত solid-state storage device যেটাকে computer বা laptop গুলোতে data storage এর উদ্দেশ্যে ব্যবহার করা হয়।

ডাটা স্টোরেজ এর ক্ষেত্রে এই SSD ব্যবহার করে থাকে integrated circuit assemblies এর।

এটা flash memory technology র ব্যবহার করে থাকে অধিক ভালো performance এবং durability র ক্ষেত্রে।

SSD এর প্রকার গুলো কি কি ? – (Types of SSD)

এমনিতে এসএসডি (SSD) গুলোর আলাদা আলাদা প্রকার অবশই রয়েছে যেগুলোকে তাদের speed এবং connectivity র ওপরে ভাগ করা হয়েছে।

  • Sata SSD
  • mSATA SSD
  • M.2 SSD
  • SSHD

চলুন প্রত্যেকটি আলাদা আলাদা প্রকারের এসএসডি গুলোর বিষয়ে কিছুটা জেনেনেই।

SATA SSD

এই ধরণের এসএসডি গুলো দেখতে পুরো ল্যাপটপের হার্ড ডিস্ক এর মতোই হয়।

Hard disk এর মতোই, এই ধরণের SSD গুলো সাধারণ sata connector এর মাধ্যমেই computer device এর মধ্যে connect হয়ে যায়।

বাজারে সব থেকে অধিক এই ধরণের Sata SSD গুলো উপলব্ধ রয়েছে।

এর কারণ হলো, যেকোনো PC গুলোতে এই ধরণের SSD গুলো অধিক পরিমানে ব্যবহার করা হয়।

একেবারে lowest grade এর এই Sata SSD গুলোকে বর্তমানের computer system গুলোতে hard drive এর বিপরীতে ব্যবহার করা হয়।

mSATA SSD

mSATA SSD গুলোকে micro SATA SSD বলেও বলা হয়।

সাধারণ SSD গুলোর তুলনায় এই ধরণের SSD গুলোর আকার তুলনামূলক ভাবে ছোট থাকে এবং দেখতেও অনেক আলাদা থাকে।

দেখতে একটি RAM stick এর মতো এই mSATA SSD গুলো প্রত্যেকটি computer device এর সাথে connect করা যাবেনা।

এই SSD গুলোকে ব্যবহার করার জন্যে আপনার computer device এর মধ্যে একটি mSATA port অবশই থাকতে হবে।

mSATA SSD গুলোকে মূলত laptop এর মধ্যে ব্যবহার করা হয়।

M.2 SSD

এই ধরণের SSD গুলো দেখতে কিন্তু mSATA SSD গুলোর মতোই হয় তবে  এটাকে mSATA র একটি updated version হিসেবে বলা যেতে পারে।

M.2 SSD গুলো mSATA SSD গুলোর তুলনায় অধিক ফাস্ট কাজ করে।

এই আধুনিক M.2 SSD গুলো SATA cable এবং mSATA (PCI-E express port) দুটো মাধ্যমেই নিজের ডিভাইস এর সাথে connect করতে পারবেন।

Traditional SSD গুলোর তুলনায় এই SSD গুলো অনেক fast এবং তাই অনেক দামি (expensive).

বর্তমানের আধুনিক slim এবং thin laptop গুলোতে এই ধরণের M.2 SSD অধিক পরিমানে ব্যবহার করা হচ্ছে।

কারণ, এই প্রকারের SSD গুলো অনেক ছোট, ফাস্ট এবং অন্যান্য হার্ড ডিস্ক এর তুলনায় অনেক কম জায়গা নিয়ে থাকে।

SSHD

SSHD গুলো এমন এক ধরণের storage device যেগুলোকে সম্পূর্ণ SSD বলা যেতে পারেনা।

কারণ, SSHD গুলোর মধ্যে hard disk drive এবং SSD এই দুটোর প্রযুক্তি ব্যবহার করে এগুলোকে তৈরি করা হয়েছে।

আর তাই, এই ধরণের logical বা physical storage device গুলোকে বলা হয়েছে “solid state hybrid drive” (SSHD).

এখানে আপনারা, SSD এর দ্রুত স্টোরেজ পারফরমেন্স এর সাথে অধিক স্টোরেজ ক্যাপাসিটির hard disk drive পাবেন।

SSD কিভাবে কাজ করে ? (How SSD works)

SSD এবং HDD দুটোর কাজ কিন্তু একি। প্রত্যেকটি ডিভাইস অধিক সময়ের জন্যে data / file storage এর উদ্দেশ্যে ব্যবহার করা হয়।

তবে, যখন প্রশ্ন করা হয় এসএসডি (SSD) কিভাবে কাজ করে, তখন এর উত্তর অনেক সহজেই বুঝা যেতে পারে।

আমরা প্রত্যেকেই জানি যে,

Hard disk এর মধ্যে একটি magnetic disk রয়েছে যেটা তীব্র গতিতে ঘুরার ফলেই hard disk এর মধ্যে data transfer বা access করা সম্ভব।

তবে, SSD র ক্ষেত্রে কিন্তু এটা হয়না।

এখানে সব কাজ semiconductor এর দ্বারা হয়ে থাকে।

SSD গুলোতে নানান cheaps লাগানো থাকে যেগুলো দেখতে RAM এর মতোই প্রায়।

Communication এর ক্ষেত্রে magnetic এর তুলনায় semiconductor গুলো অনেক সহজে এবং দ্রুত ভাবে পরস্পরে সংযোগ স্থাপন করে নিতে পারে।

আর এটাই কারণ, যার জন্যে SSD গুলো এতটা দ্রুত ভাবে কাজ করতে পারে।

SSD গুলোর মধ্যে কোনো ধরণের spinning platters, moving read/write heads বা অন্যান্য কোনো ধরণের moving parts থাকেনা।

এখানে, data গুলোকে এর integrated circuits গুলোর মধ্যে store করে রাখা হয়।

SSD এবং HDD মাঝে পার্থক্য কি ?

হে, এই দুটোই কিন্তু storage device যেগুলোকে একটি কম্পিউটার সিস্টেম এর মধ্যে বর্তমানে সব থেকে বেশি ব্যবহার করা হয়।

একটি solid state drive এবং hard disk drive এর মধ্যে প্রায় প্রচুর পার্থক্য রয়েছে।

যেমন,

  • SSD অবশই HDD থেকে অনেক fast কাজ করে। File transfer, file opening, PC boot ইত্যাদি কাজ গুলো HDD র তুলনাতে SSD তে অধিক দ্রুত ভাবে সম্পন্ন হয়।
  • Hard disk এর তুলনায় solid state drive গুলো অনেক কম power ব্যবহার করে থাকে।
  • SSD গুলো hard disk drive এর তুলনায় আকারে অনেক ছোট থাকে, ফলে সহজেই computer বা laptop গুলোতে connect করা সম্ভব।
  • Hard disk drive গুলো হলো একটি mechanical drive যেটা একটি disk এর ঘুরার ফলে কাজ করতে পারে, যার ফলে কিছুটা আওয়াজ অবশই হয় HDD এর ক্ষেত্রে। তবে, SSD হলো Flash Storage deivce প্রযুক্তি দিয়ে তৈরি যেখানে বিভিন্ন ছোট ছোট chips লাগানো থাকে। যার ফলে, SSD গুলো একেবারেই আওয়াজ করেনা।
  • যেকোনো file copy এবং write করার ক্ষেত্রে একটি HDD প্রায় 50 থেকে 120 mb/s থাকে। আর, SSD এর ক্ষেত্রে এই দ্রুততা 200 mb/s থেকে 550 mb/s থাকে।
  • SSD এবং HDD র মধ্যে price এর পার্থক্য অনেক। Hard disk drive এর তুলনায় solid state drive গুলো ৪ থেকে ৫ গুন অধিক দামি থাকে।
  • যদি আপনি অধিক storage space চাইছেন, তাহলে hard disk drive গুলো সেরা। কারণ, SSD গুলো অধিক দামি হওয়ার কারণে maximum প্রায় 500 GB বা 1TB সাইজ এর SSD পেয়ে যাবেন। তবে, HDD এর ক্ষেত্রে আপনারা অনেক কম দামেই 8TB পর্যন্ত storage space পেয়ে যাবেন।
  • SSD র ভেতরে কোনো moving parts থাকেনা, তাই সহজে SSD খারাপ হয়না বা ডাটা লস হওয়ার সম্ভাবনা অনেক কম। তবে, hard disk drive এর ক্ষেত্রে এর ভেতরে অবশই moving parts রয়েছে, যার ফলে কোনো ধরণের চাপ বা নড়াচড়ার ফলে HDD খারাপ হওয়ার সম্ভাবনা বেশি।
  • HDD প্রায় 6-7 wat power consume করে থাকে। তবে, SSD কেবল 2-3 wat power consume করে থাকে, যার ফলে কম্পিউটারের battery কিছুটা বেশি backup দেওয়ার সম্ভাবনা থাকে।

HDD না SSD কোনটা ব্যবহার করবো ?

বন্ধুরা, ওপরে আমি বলা SSD এবং HDD এর মধ্যে থাকা পার্থক্য গুলো দেখে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে SSD ব্যবহার করাটা আপনাদের জন্য কেন লাভজনক।

তবে, আমি কখনোই বলবোনা যে HDD গুলো খারাপ এবং ব্যবহার করবেননা।

HDD গুলোও অনেক ভালো computer storage device হিসেবে প্রমাণিত হয়ে এসেছে এবং বর্তমানেও অনেকেই এগুলো ব্যবহার করেন।

এখন প্রশ্ন হলো, আপনি কোন স্টোরেজ ডিভাইস ব্যবহার করবেন ?

HDD না SSD ? কোনটা আপনার কম্পিউটারের জন্য ভালো ?

 SSD (solid state drive) কাদের জন্য ভালো ?

  • যারা একটি আধুনিক এবং ফাস্ট স্টোরেজ ডিভাইস নিজের কম্পিউটারে ব্যবহার করতে চাচ্ছেন। যাদের জন্যে, কম্পিউটারের দ্রুততা হলো প্রথম প্রায়োরিটি তারা অবশই SSD ব্যবহার করুন।
  • SSD ক্ষেত্রে আপনারা বেশি স্টোরেজ স্পেস পাবেননা। তাই, যারা কম storage space দিয়ে কাজ চালাতে পারবেন তারা ব্যবহার করুন SSD.
  • অনেকেই আবার নিজের কম্পিউটারের অপারেটিং সিস্টেম (OS) ইনস্টল করার ক্ষেত্রে আলাদা একটি হার্ড ড্রাইভ ব্যবহার করে থাকেন। যদি আপনিও এমন এক ব্যক্তি তাহলে কেবল “C drive” এর জন্যে একটি 120 বা 240 GB SSD ব্যবহার করতে পারেন।
  • Data safety ক্ষেত্রে data curruption থেকে বাঁচার জন্যে SSD ব্যবহার করুন। তাই, যারা কোনো ভাবেও নিজের data গুলোকে হারাতে চাচ্ছেননা, তারা SSD ব্যবহার করে কিছুটা বেশি secure থাকতে পারবেন।
  • আপনি যদি একজন gamer এবং নিজের কম্পিউটারে heavy gaming করেন বা editing related কাজ নিজের কম্পিউটারে করে থাকেন, তাহলে SSD ব্যবহার করার পরামর্শ আমি দিবো। এতে, performance অধিক ভালো থাকবে।

HDD (hard disk drive) কাদের জন্য ভালো ?

  • যারা কম টাকা খরচ করে অধিক storage space পেয়ে যেতে চাচ্ছেন, তারা অবশই HDD ব্যবহার করতে পারবেন।
  • যদি আপনার জন্য speed এতটা বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার না, তাহলেও আপনি HDD ব্যবহার করতে পারবেন।
  • আপনার যদি কেবল data বা file store করা নিয়ে মতলব রয়েছে, তাহলে HDD ব্যবহার করুন।
  • আপনি নিজের কম্পিউটারের Operating system install করার জন্য একটি সাধারণ সাইজ এর SSD ব্যবহার করুন এবং কেবল file storage এর জন্যে আলাদা করে HDD ব্যবহার করতে পারেন।

তাহলে বুঝলেন তো, আপনি কোন স্টোরেজ ডিভাইস ব্যবহার করাটা ভালো হবে ?

আমাদের শেষ কথা,,

তাহলে বন্ধুরা, আশা করছি আপনারা অনেক সহজেই বুঝতে পেরেছেন যে, “SSD বলতে কি বুঝায়” বা “solid state drive কি“.

তাছাড়া, আর্টিকেল টিতে আমরা জানলাম SSD র প্রকার গুলো কি কি এবং কিভাবে কাজ করে এসএসডি।

এছাড়া, HDD এবং SSD এর মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেটাও আমরা জেনেনিলাম।

তাই, যদি আমাদের আজকের আর্টিকেল “What Is SSD in Bengali” ভালো লেগে থাকে,

তাহলে অবশই আর্টিকেলটি শেয়ার করবেন।

শেষে, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে, নিচে কমেন্ট করে অবশই জানিয়ে দিবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button