কম্পিউটার

GUI (জিইউআই) কি? GUI সিস্টেমের সুবিধা ও অসুবিধা।

GUI (জিইউআই) এর পূর্ণরূপ হলো- Graphical User Interface (গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস)। জিইউআই বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বলতে চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমকে বুঝায়। এতে অপারেটিং সিস্টেমের ব্যবহারিক নির্দেশনাগুলো চিত্রাকারে কম্পিউটার মনিটরে প্রদর্শিত হয়।

গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (GUI)

গ্রাফিক্সের বা চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে চিত্রভিত্তিক ইউজার ইন্টারফেস অপারেটিং সিস্টেম বলে। চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে বিভিন্ন কাজের জন্য নির্দেশের গ্রাফিক্যাল উপস্থাপনা (আইকন) এবং পুল ডাউন মেনু থাকে। মাউস ব্যবহার করে সহজেই কমান্ড প্রয়োগ করা যায়। এতে টেক্সটবেসড অপারেটিং সিস্টেমের মতো কমান্ড মুখস্থ করতে হয় না। মনিটরে প্রদর্শিত নির্দিষ্ট প্রতীকে (আইকনে) ক্লিক করে কমান্ড প্রয়োগ করা যায়। কম্পিউটার পরিচালনা সহজতর করার জন্য চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অপারেটিং সিস্টেমের উদাহরণ হলো মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি Windows 98।

GUI বা চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের সুবিধা

  • কমান্ড মুখস্থ করার প্রয়োজন হয় না।
  • নতুন ব্যবহারকারীরা ব্যবহারে স্বাচ্ছন্দ পায়।
  • বিভিন্ন প্রোগ্রামের প্রতীকী চিত্র (আইকন) থাকে। আইকনের উপর মাউস পয়েন্টার নিয়ে ডাবল ক্লিক করে গ্রোগ্রাম কাজ করা যায়।
  • একসাথে একাধিক প্রোগ্রাম চালানো যায়।

GUI বা চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের অসুবিধা

  • বেশি মেমোরির প্রয়োজন হয়।
  • চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের জন্য তৈরি সফটওয়্যার অনেক বড় হওয়ায় বেশি ক্ষমতাসম্পন্ন প্রসেসরের প্রয়োজন হয়।
  • প্রয়োজনীয় অতিরিক্ত সফটওয়্যারের প্রয়োজন হতে পারে।
  • সঠিকভাবে তৈরি করা না হলে ব্যবহার করা জটিল হতে পারে।
  • এ ধরণের অপারেটিং সিস্টেমের জন্য বেশি ভাইরাস তৈরি হয় বিধায় ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button