ব্যাকরণ

অনুচ্ছেদ কাকে বলে? অনুচ্ছেদ লেখার নিয়ম কি?

কোন একটি বিষয় সম্পর্কে পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো বাক্যের সমষ্টিকে অনুচ্ছেদ বলে। কোন একটি বিষয়, বস্তু বা ঘটনা সম্পর্কে ১০/১২ লাইন লিখলেই একটি অনুচ্ছেদ হয়।

অনুচ্ছেদ লেখা বা রচনায় কয়েকটি নিয়ম রয়েছে। যেমন:

১. একটি অনুচ্ছেদের মধ্যে একটি মাত্র ভাব প্রকাশ করতে হবে। বাইরের কোনো কথা বা তথ্য লেখা যাবে না।

২. সুশৃঙ্খলভাবে সাজানো বাক্যের মাধ্যমে বিষয় ও ভাব প্রকাশ করতে হবে।

৩. অনুচ্ছেদটি খুব বেশি বড় করা যাবে না।

৪. সাধু বা চলিত ভাষায় যেকোনো একটি রীতিতে অনুচ্ছেদটি রচনা করতে হবে।

৫. একই কথার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।

৬. যে বিষয়ে অনুচ্ছেদটি রচনা করা হবে, তার গুরুত্বপূর্ণ দিকটি সহজ-সরল ভাষায় সুন্দরভাবে তুলে ধরতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button