Technology

দেশে ভার্চুয়াল মেটাভার্সে উন্মোচিত হলো ভিউসনিক গেইমিং মনিটর

দেশে ভার্চুয়াল মেটাভার্সে উন্মোচিত হলো ভিউসনিক গেইমিং মনিটর

বিশ্বব্যাপী অসাধারণ ভিজ্যুয়াল সল্যুশনের জন্য পরিচিত এবং সুনামধন্য ব্র্যান্ড ভিউসনিক মেটাভার্সের মাধ্যমে ভার্চুয়ালি তাদের সর্বশেষ মডেলের গেইমিং মনিটর ও ডিসপ্লে প্রোডাক্ট বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে।

ভিউসনিকের পেশাদার গেইমিং মনিটর একটি ভার্চুয়াল লঞ্চিং অনুষ্ঠানের মাধ্যমে প্রদর্শন করা হয়। এসব মনিটরে আছে সবশেষ হালনাদাগ করা আইপিএস ডিসপ্লে, যা অসাধারণ কালার এবং কনট্রাস অভিজ্ঞতা দিবে। এ ছাড়া মিলবে আল্ট্রা স্মুথ, ইমারসিভ এবং কম ল্যাটেন্সিতে গেইমিং করার অভিজ্ঞতা।

উন্মোচন অনু্ষ্ঠানে ভিউসনিক এলিট সিরিজের প্রিমিয়াম গেইমিং মনিটর নিয়ে আলোচনা করা হয়। এলিট এক্সজি৩২০ইউ গেইমিং মনিটরের ফিচার হিসেবে আছে ৩২ ইঞ্চির পিক্সেল-ডেন্স ফোরকে ইউএইচডি স্ক্রিনের সঙ্গে কোয়ান্টাম ডট টেকনোলজি এবং হাইপর রেসপন্সসিভ ১৫০ হার্জ রিফ্রেশ রেটসহ আল্ট্রা-স্মুথিং গেইমপ্লে।

এলিট এক্সজি২৫১জি স্লিক ২৫ ইঞ্চির গেইমিং মনিটরে আছে ফুল এইচডি আইপিএস প্যানেল, সঙ্গে প্রো লেভেলের ৩৬০ হার্জ রিফ্রেশ রেটের সঙ্গে ভিইএসএ ডিসপ্লেএইচডিআর ৪০০।

এছাড়াও উন্মোচন করা হয়েছে স্বল্প বাজেটের ভিউসনিক ওমনি সিরিজের গেইমিং মনিটর। এর মধ্যে রয়েছে এক্সজি২৪৩১ গেইমিং মনিটর, এতে রয়েছে ২৪ ইঞ্চির আল্ট্র স্মুথিং ২৪০ হার্জ ফুল এইচডি ফাস্ট-আইপিএস ডিসপ্লে, সঙ্গে রয়েছে ভিইএসএ ডিসপ্লেএইচডিআর ৪০০। এক্সজি২৭০৫ গেইমিং মনিটরটি ২৭ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এবং এতে রয়েছে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট।

ভিএক্স২৪০৫-পি-এমএইচডি গেইমিং মনিটরটি ২৪ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লের এবং রয়েছে ১৪৪ হার্জ র‍্যাপিড রিফ্রেশ রেট। ভিএক্স৩৪১৮-২কেপিসি আল্ট্রওয়াইড কার্ভড গেইমিং মনিটরও এনেছে ভিউসনিক। এর ডিসপ্লে ৩৪ ইঞ্চির ২১:৯ অনুপাতের আল্ট্রওয়াইড, রয়েছে র‍্যাপিড ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এবং ১৫০০আর কার্ভড ইমারসিভ স্ক্রিন।

উন্মোচন অনুষ্ঠানে দক্ষিন এশিয়ার ৪০ জনের বেশি ইনফ্লুয়েন্সার যুক্ত ছিলেন, যাদের মধ্যে ছিলেন বাংলাদেশ, মিয়ানমার এবং শ্রীলঙ্কার জনপ্রিয় গেইম স্ট্রিমার এবং প্রযুক্তি রিভিউয়ার। তারা তাদের ভার্চুয়াল চরিত্রগুলোর মাধ্যমে নন-ফাঞ্জিবল টোকেন হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন।

বাংলাদেশি ইনফ্লুয়েন্সার রাফসান দ্য ছোটভাই (ইফতেখার রাফসান) মেটাভার্স ভার্চুয়াল চরিত্রের মাধ্যমে ভিউসনিকের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। বিশেষ অতিথি ছিলেন ভিউসনিকের ড্যারেন লো (কান্ট্রি ম্যানেজার ফর অল এমারজিং মার্কেটস), জেমস সাও (সিনিয়র সেলস ম্যানেজার ফর বাংলাদেশ, পাকিস্তান, কাম্বোডিয়া এবং ফিলিপিন্স) এবং গোলাম কিবরিয়া (অ্যাকাউন্ট ম্যানেজার ফর বাংলাদেশ) মেটাভার্সের মাধ্যমে অংশ নেন।

ভিউসনিকের এমার্জিং মার্কেটসের কান্ট্রি ম্যানেজার ড্যারেন লো বলেন, ‘আমরা মেটাভার্সে প্রবেশ করে এবং সবশেষ ভিউসনিকের পণ্য আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী প্রদর্শন করতে পেরে আনন্দিত। আমরা আমাদের পণ্যের মাধ্যমে ক্রেতাদের তাদের দেখার অভিজ্ঞতাকে অনন্য করতে এবং তাদের জীবনমান উন্নত করতে কাজ করছি।’

মেটাভার্সে উন্মোচিত ভিউসনিকের পণ্যগুলো বাংলাদেশের শীর্ষ কম্পিউটারের দোকানগুলোতে পাওয়া যাচ্ছে। ভিউসনিক সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই ঠিকানায়: https://www.viewsonic.com/bd/

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button