Technology

ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড কিভাবে করবেন ?

কিভাবে ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করব

ইনস্টাগ্রাম এর ভিডিও গুলো ডাউনলোড করতে গেলে প্রথমে আপনাকে জানতে হবে ইনস্টাগ্রাম কি এবং কি কাজে ব্যবহার করা হয়।

ইনস্টাগ্রাম হল, ইনস্ট্যান্ট ক্যামেরা ও টেলিগ্রাম এই দুটির মিশ্রণে উদ্ভূত শব্দ।

ইনস্ট্যান্ট ক্যামেরা + টেলিগ্রাম = ইনস্টাগ্রাম।

সামাজিক মাধ্যম হিসেবে জনপ্রিয় একটি অ্যাপস হলো এই ইনস্টাগ্রাম।

এই ইনস্টাগ্রামে আপনি দূর দেশের মানুষের সাথেও যোগাযোগ রাখতে পারবেন।

যেমন ধরুন আপনার বন্ধুটি ব্রাজিলে থাকে কিংবা আপনার কোন বান্ধবী আমেরিকা বা আফ্রিকায় থাকে, আপনি তাদের সাথে স্বচ্ছন্দ্যে কানেকশন রাখতে পারেন ইন্সটাগ্রাম এর সাহায্যে।

তাদের করা পোস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন তাদের খবরা-খবর ও।

এবার আসা যাক ইন্সটাগ্রাম কিভাবে আপনি ব্যবহার করবেন, চলুন জেনেনেই।

ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড কিভাবে করবেন ?

ইনস্টাগ্রাম এর মধ্যে হাজার হাজার লোকেরা হাজার হাজার রকমের ভিডিও (videos) গুলো শেয়ার করে থাকেন।

এখন হতে পারে সেই ভিডিও গুলোর মধ্যে আপনি কোনোটা নিজের মোবাইলের মধ্যে সরাসরি ডাউনলোড করে নিতে চাইছেন, তবে জেনে রাখুন ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড করার কোনো সরাসরি বা অফিসিয়াল নিয়ম কিন্তু নেই।

কিন্তু, ইন্টারনেটে এরকম প্রচুর উপায় রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি ইনস্টাগ্রাম এর মধ্যে শেয়ার হওয়া ভিডিও গুলোকে নিজের ফাইল ম্যানেজার এর মধ্যে ডাউনলোড করে নিতে পারবেন।

এমনিতে, আপনি আপনার পছন্দের ভিডিও টি দেখার সময়, তার উপরে থাকা তিনটি ডটের বাটনে ক্লিক করে, সেভড (saved) অপসানটি ক্লিক করলে ভিডিওটি আপনার প্রোফাইলে / একাউন্টে সেভড থাকে।

কিন্তু সেই সেভ করা ভিডিও আপনি কেবল অনলাইনেই দেখতে পারবেন।

 

তাহলে আসুন জেনে নেই, কোন চার উপায়ে অফলাইনে থাকাকালীন, গ্যালারিতে সেভ করে আপনি আপনার পছন্দের ইন্সটাগ্রাম ভিডিওটি ডাউনলোড করে কিভাবে দেখবেন।

১.) ভিডিও লিংক কপি করুন

প্রথমে ইনস্টাগ্রাম খোলার পর যখন আপনি ইন্সটাগ্রাম স্ক্রল করতে করতে কোন ভিডিও দেখতে পাবেন সেই ভিডিওর ও সেই পোষ্টের মাথার উপরের দিকে তিনটে ডট বাটন দেখতে পাবেন।

তারপর সেই বাটনে ক্লিক করলে আপনার সামনে চলে আসবে কতগুলো অপশন।

সে অপশনের মধ্যে একটি জায়গায় লেখা থাকবে কপি লিংক

এভাবে আপনাকে প্রথমেই ভিডিওটির লিংকটি কপি করতে হবে তারপর ব্যাক অপশন এসে আপনাকে গুগল ক্রোম থেকে বাকি প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।

২.) ভিডিও কনভার্ট করুন

এবার আপনি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করুন এবং সেখানে saveinsta লিখে সার্চ দিন।

(আপনি চাইলে, সরাসরি “instasave.website/saveinsta” ওয়েবসাইটে যেতে পারেন।)

ওয়েবসাইট টি সার্চ করার পর আপনি “saveinsta” ওয়েবসাইটের একটি লিংক গুগল সার্চ রেসাল্টে দেখতে পাবেন।

ওয়েবসাইটে ক্লিক করলে প্রবেশ করার পর আপনি একটি URL Box দেখতে পারবেন যেখানে আপনাকে ইনস্টাগ্রাম থেকে কপি করে নেওয়া ভিডিওর লিঙ্কটি পেস্ট করতে হবে।

Note: আপনাকে সেই URL box এর মধ্যে link paste করতে হবে যেখানে “Enter photo/video/IGTV/Reels URL” লিখা রয়েছে।

৩.) Download এর অপশনে ক্লিক

লিংকটি কপি পেস্ট হয়ে গেলে আপনাকে তার ঠিক নিচে থাকা ডাউনলোড নাও (Download now) নামক একটি অপশন থাকছে যেখানে ক্লিক করতে হবে।

সেই অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনার ভিডিওটি নিজে নিজে কনভার্ট হয়ে আপনার ফোনে সেভ হয়ে যাবে বা ডাউনলোড হয়ে যাবে।

অনেক ক্ষেত্রে ভিডিওটি ডাউনলোড করার জন্য আপনাকে আবার একটি ডাউনলোড বাটন বা লিংক দেওয়া যেতে পারে যেখানে আপনাকে ক্লিক করে ভিডিওটি মোবাইলে ডাউনলোড করতে হবে।

Instagram থেকে ভিডিও ডাউনলোড করার আরেকটি পদ্ধতি

ওপরে আমরা ইনস্টাগ্রাম এর ভিডিও ডাউনলোড করার একটি প্রক্রিয়ার বিষয়ে জানলাম।

এবার ভিডিও ডাউনলোড করার জন্য আপনারা আরেকটি কাজ করতে পারেন।

ওপরের ওই একই প্রক্রিয়ায় তিনটি ডট বাটনে ক্লিক করে যখন আপনি আপনার ইনস্টাগ্রাম ভিডিওটির লিংকটি কপি করলেন, এবার সেই এক ভাবেই গুগল ক্রোম ব্রাউজার খুলুন এবং লিখুন ‘ইনস্টাফিন্সটা’/ ‘instafinsta’ এবং তা সার্চ সার্চ করুন।

সার্চ করার পর আপনি প্রথমে যে অপশনটি দেখতে পাবেন অর্থাৎ instafinsta.com ওয়েবসাইট টি পাবেন, সেখানে ক্লিক করে প্রবেশ করুন।

অবশ্য এখানে একটি খুব ভালো জিনিস রয়েছে।

কারণ এখানে আপনি শুধু মাত্র ভিডিও নয়,  ইনস্টাগ্রামের যে কোন রিলস, ফটো, ডিপি, স্টোরিজ, হাইলাইট সমস্ত কিছুই আপনি এখানে ডাউনলোড করতে পারবেন।

ওয়েবসাইটে প্রবেশ করার পর, সবচেয়ে প্রথমে আপনাকে দিয়ে দেওয়া option গুলোর থেকে “Video” এর ট্যাবে ক্লিক করে ভিডিও সিলেক্ট করতে হবে।

দ্বিতীয়তে, নিচে থাকা বাক্স যেখানে “paste valid link” লিখা রয়েছে সেখানে আপনি আপনার ইনস্টাগ্রাম থেকে যেই ভিডিও ইউআরএল লিংক টি কপি করেছিলেন সেটি এখানে পেস্ট করে দিন।

এবং তারপর সার্চ অপশনে ক্লিক করবেন

করার সাথে সাথেই ভিডিওর ছবি আপনার স্ক্রিনে ভেসে উঠেবে।

শেষে, তাতে ক্লিক করলেই আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে আপনার সেই পছন্দের ভিডিওটি।

এভাবে, igrm.io, snapinsta.app, bigbangram.com ইত্যাদি ওয়েবসাইটে একই পদ্ধতি অবলম্বন করে, লিংক কপি পেস্টের মাধ্যমে ডাউনলোড করতে পারেন আপনার পছন্দের ইনস্টাগ্রাম ভিডিওটি, যেটি আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে।

কিভাবে ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করব – (তৃতীয় পদ্ধতি)

আপনি যদি ওপরে বলা পদ্ধতি গুলি করতে না চান তবে আরো একটি কাজ করতে পারেন।

সেটি হল :

i) প্লে স্টোরে গিয়ে ভিডিও ডাউনলোডার ফর ইনস্টাগ্রাম এই অ্যাপস টি সার্চ করে ডাউনলোড করতে পারেন আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে।

ii) তারপর ইনস্টাগ্রাম অ্যাপস এ গিয়ে, যে ভিডিওটি আপনি ডাউনলোড করতে চান সেটি একবার গিয়ে দেখুন।

iii) তারপর ভিডিওর পাশে ওই যে তিনটি ডট রয়েছে রাইট সাইডে সেটিতে ট্যাপ করুন এবং তার পর copy video link এর মধ্যে ক্লিক করে ভিডিওর লিংকটি কপি করুন।

iv) তারপর আপনি আপনার ভিডিও ডাউনলোডার ফর ইনস্টাগ্রাম অ্যাপস এ চলে আসুন এবং সেখানে কপি করা ভিডিও লিংক টি পেস্ট করুন।

v) খুব শীঘ্রই আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে আপনার পছন্দের ভিডিওটি।

এভাবে ওপরে বলা এই সোজা এবং সরল প্রক্রিয়া গুলোর মাধ্যমে আপনার পছন্দের ভিডিও আপনি সহজেই ডাউনলোড করতে পারেন।

শুধুমাত্র যে স্মার্টফোনেই ডাউনলোড হবে তা নয়, আপনি আপনার কম্পিউটার, ল্যাপটপ বা পিসি (pc) ‘র মাধ্যমে এই ভিডিও লিংক কপি পেস্ট পদ্ধতির সাহায্যে ডাউনলোড করতে পারেন আপনার পছন্দের ইনস্টাগ্রাম ভিডিও।

 

আমাদের শেষ কথা,,

তাহলে বন্ধুরা, আজকের আমাদের আর্টিকেল, “ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড কিভাবে করবেন“, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশই আর্টিকেলটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন।

এছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট অবশই করবেন।

পড়ুন এবং করে নিন আপনার পছন্দের ভিডিওটি ডাউনলোড।

এভাবে অফলাইনে দেখে ফেলুন আপনার পছন্দের ভিডিও। গ্যালারিতে সেভ করে রাখুন সেটিকে যত্ন সহকারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button