প্রশ্ন ও উত্তর

গার্মেন্টস সেকশন (Garments Section)-এর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. কাটিং সেকশন (Cutting Section) বলতে কি বুঝায়?

উত্তর : কাপড়কে সুন্দরভাবে বিছাইয়া বা লে করে সাইজ এবং রং ঠিক রাখিয়া মেশিন দ্বারা কাটিং করে, বান্ডিল করে সুইং সেকশনে ঠিক পৌঁছাইয়া দেওয়া কাটিং সেকশনের কাজ।

প্রশ্ন-২. সুইং সেকশন (Sewing Section) বলতে কি বুঝায়?

উত্তর : কাটিং থেকে সুইং সুপারভাইজার বান্ডিল ঠিক রাখিয়া কাপড় বুঝিয়া নিয়া অপারেটর দ্বারা পােশাকের ঠিক মতাে কাপড় সেলাই বা তৈরি করে ফিনিশিং সেকশনে পৌঁছিয়ে দেয়া সুইং সেকশনের কাজ।

প্রশ্ন-৩. ফিনিশিং সেকশনের কাজ কি?

উত্তর : সুইং সেকশন হতে সংগৃহীত কাপড়কে Buyer এর অর্ডার অনুযায়ী ফিনিশিং ম্যাটারিয়ালস প্রয়োগ, আয়রনিং, ফোল্ডিং, প্যাকিং এবং কার্টুন করে রপ্তানিযোগ্য পণ্যে পরিণত করাই হলো ফিনিশিং সেকশনের কাজ।

প্রশ্ন-৪. সুইং সেকশনের কাজ কি?

উত্তর : কাটিং সেকশন থেকে খণ্ডিত কাপড়কে সেলাই মেশিনের সাহায্যে সেলাই করাই হল সুইং সেকশনের কাজ।

প্রশ্ন-৫. কার্টুন কত প্রকার ও কি কি?

উত্তর : কার্টুন তিন প্রকার। যথা– ১. ইনার কার্টুন, ২. বক্স কার্টুন এবং ৩. মাস্টার কার্টুন।

প্রশ্ন-৬. লেবেল কাকে বলে? লেবেল (Label) কত প্রকার ও কি কি?

উত্তর : পোশাকের সাথে লাগানো উপাদান, যাতে বিভিন্ন প্রকার তথ্য (পোশাকের সাইজ, আঁশের ধরন, পরিচর্যা বিষয়ক, কোন দেশের তৈরি এবং কোন কোম্পানির তৈরি ইত্যাদি) সংযুক্ত থাকে, তাকে লেবেল বলে।

লেবেল প্রধানত দুই প্রকার। যথাঃ-

১. মেইন লেবেল (Main label)

২. সাব লেবেল (Sub label)

প্রশ্ন-৭. অ্যালাউন্স কি?

উত্তর : শরীরের মাপের সাথে আরো কিছু অতিরিক্ত মাপ যোগ করে পোশাক তৈরি করা হয়, তাকে অ্যালাউন্স বলে।

প্রশ্ন-৮. মোটিফ কাকে বলে?

উত্তর : পোশাকের সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে পোশাকের বাইরের দিকে যে অতিরিক্ত বিশেষ অংশ লাগানো থাকে, তাকে মোটিফ বলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button