MOBILES LEAKSSmartphone News

ফ্লিপ ফিচার ফোন নকিয়া ২৬৬০ এক চার্জে চলবে ২০ দিন

চীনের বাজারে উন্মোচন হয়েছে ফ্লিপ ফিচার ফোন নকিয়া ২৬৬০

চীনের বাজারে উন্মোচন হয়েছে ফ্লিপ ফিচার ফোন নকিয়া ২৬৬০। গত মাসে বৈশ্বিকভাবে উন্মোচনের পর এখন থেকে চীনেও পাওয়া যাচ্ছে। চীনা গ্রাহকরা ক্ল্যামশেল ডিজাইনের ফোনটি পাবে ৪২৯ ইউয়ান বা ৬৩ ডলারে। ফ্লিপ ফিচার ফোনটিতে রয়েছে ২ দশমিক ৮ ইঞ্চির কিউভিজিএ ডিসপ্লে এবং এর স্ক্রিন রেজল্যুশন ১২০দ্ধ১৬০। এতে রয়েছে ইউনিসক টি১০৭ প্রসেসর।

৪৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে নকিয়ার এ ফ্লিপ ফোনটিতে। এছাড়া রয়েছে দশমিক ৩ মেগাপিক্সেলের ভিজিএ ক্যামেরা সেন্সর ও এলইডি ফ্ল্যাশ। ডুয়াল সিম ব্যবহারের সুবিধাসহ এতে রয়েছে ব্লুটুথ ৪.২, মাইক্রো ইউএসবি পোর্ট ও ৩ দশমিক ৫ মিলিমিটার হেডফোন জ্যাক।

নকিয়া ২৬৬০ ফ্লিপ ফোনটিতে রয়েছে ২ দশমিক ৭৫ ওয়াট-আওয়ার রিমুভেবল ব্যাটারি। একবার চার্জে পুরোদমে ব্যবহার করা যাবে ২০ ঘণ্টা এবং ফোনটির স্ট্যান্ডবাই টাইম ২৬ দিন।

যুক্তরাজ্যে নকিয়ার নতুন এই ফোন বিক্রি হচ্ছে ৬৪.৯৯ মার্কিন ডলারে। কালো, নীল ও লাল রঙে এই ফোন কেনা যাবে। চীনে এই ফোন কিনতে খরচ হবে ৪২৯ ইয়েন। ফ্রান্সে কেনা যাবে ৭৯.৯৯ ইউরোতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button