Technology

চুরি-হারানো মোবাইল ফোন উদ্ধারে সিআইডির যুগান্তকারী উদ্যোগ

কারো মোবাইল ফোন চুরি, ছিনতাই বা হারিয়ে গেলে সেটি উদ্ধারে ঘোষণা দিয়েছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।

মোবাইল ফোন চুরি বা ছিনতাইয়ের ঘটনা হরহামেশাই ঘটছে। ভুক্তভোগী পুলিশের শরণাপন্ন হলেও খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার হওয়ার ঘটনা নেহাতই সামান্য। তবে বিষয়টি নিয়ে এবার উদ্যোগী হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। কারো মোবাইল ফোন চুরি, ছিনতাই বা হারিয়ে গেলে সেটি উদ্ধারে সহযোগিতার ঘোষণা দিয়েছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে যুগান্তকারী এ উদ্যোগের কথা জানিয়েছে সিপিসি। যাদের মোবাইল ফোন খোয়া গেছে, সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর তাদের সিআইডি কার্যালয়ে যোগাযোগের পরামর্শ দিয়েছে সাইবার পুলিশ সেন্টার।

ফেসবুকে ‘সিপিসিসিআইডিবিডিপুলিশ’ নামের পেজে সোমবার দেওয়া স্ট্যাটাসে বলা হয়, মোবাইল ফোন চুরি বা ছিনতাইয়ের ঘটনা প্রায়ই ঘটে। এতে ফোনে থাকা অনেক গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত চিরদিনের মতো হারিয়ে যায়। এমন হারানো মোবাইল উদ্ধারের বিষয়ে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

স্ট্যাটাসটিতে জানানো হয়, সম্প্রতি হারানো অর্ধ-শতাধিক মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিতে পেরেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।

এতে পরামর্শ দেওয়া হয়, কারো মোবাইল ফোন হারানো গেলে প্রথমে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়রি করতে হবে। এরপর জিডির কপিসহ সাইবার পুলিশ সেন্টারের হটলাইন নম্বরে অথবা ফেসবুক পেজে যোগাযোগ করলে মোবাইল ফোন উদ্ধারে সর্বাত্মক সহযোগিতা করবে সিপিসি।

সিপিসির সঙ্গে যোগাযোগের ফেসবুক পেজ- https://www.facebook.com/cpccidbdpolice। এছাড়া 01320010148 মোবাইল নম্বর ও একই হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করেও মিলবে কাঙ্খিত সেবা। cyber@police.gov.bd ই-মেইল ঠিকানায়ও যোগাযোগ করা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button