MOBILES LEAKSSmartphone News

বাজারে বড় ডিসপ্লের ফাইভজি ফোন

চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান টেকনো তাদের প্রথম ফাইভজি ফোন বাজারে নিয়ে এসেছে

চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান টেকনো তাদের প্রথম ফাইভজি ফোন বাজারে নিয়ে এসেছে। ফোনটির মডেল টেকনো ক্যামন ১৯ প্রো ৫জি। ফোনটি দামে কম হলেও এতে থাকছে বড় আকারের ডিসপ্লে। গেমার যাতে ফোনটি দিয়ে গেম খেলে স্বাচ্ছন্দ্যবোধ করেন এ জন্যই বড় ডিসপ্লে রাখা হয়েছে। পাশাপাশি রয়েছে শক্তিশালী প্রসেসর।

টেকনো ক্যামন ১৯ প্রো ৫জি ফোনটিতে রয়েছে ৬.৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে। স্ক্রিনের রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

ট্রিপল রিয়ার ক্যামেরার ফোনে আছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর। এছাড়াও রয়েছে দুটি ২ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। সেলফিপ্রেমীদের জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেন্সর।

টেকনো নতুন ফোনে থাকছে গুগলের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১২। পারফর্মেন্সের জন্য ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি ৮১০ চিপসেট।

৮ জিবি র‌্যামের ফোনটিতে আছে ২৬৫ জিবি স্টোরেজ। ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ টেকনোর এই ফোনে ৫০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকবে। ফোনটির কিনতে বাংলাদেশি মুদ্রায় খরচ করতে হবে প্রায় ৩০ হাজার টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button