MOBILES LEAKSSmartphone News

২১ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন, এক চার্জে চলবে ৯৪ দিন!

বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারির স্মার্টফোন নিয়ে এসেছে চীনের মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান ওকিটেলবিশ্বের সবচেয়ে বড় ব্যাটারির স্মার্টফোন নিয়ে এসেছে চীনের মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান ওকিটেল

বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারির স্মার্টফোন নিয়ে এসেছে চীনের মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান ওকিটেল। ২১,০০০ এমএএইচ ব্যাটারির ফোনটির মডেল ওকিটেল ডব্লিউপি১৯। প্রতিষ্ঠানটির দাবি, ফোনটি প্রতিকূল আবহাওয়া ও ঝুঁকিপূর্ণ পরিবেশে টিকে থাকতে বেশ সহায়ক হবে, যা এডভেঞ্চারপ্রেমীদের বেশ উপযুক্ত।

এই ফোনের প্রধান আকর্ষণ হচ্ছে ২১ হাজার এমএএইচ ব্যাটারি। যা একবার চার্জে (স্টান্ডবাই মোডে) টানা ৯৪ দিন ব্যাকআপ পাওয়া যাবে। ভিডিও দেখা যাবে ৩৬ ঘণ্টা। কথা বলা যাবে একটানা ১২২ ঘণ্টা, গান শোনা যাবে ১২৩ ঘণ্টা।

৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লের ফোনটিতে থাকছে ৯০ হার্জ রিফ্রেশ রেট। মিডিয়াটেক হেলিও জি৯৪ চিপসেটের ফোনে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সুবিধা রেখেছে ওকিটেল।

অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে থাকছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এছাড়া ২০ মেগাপিক্সেল সনি নাইট ভিশন সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ব্যবহার হয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।

২১,০০০ এমএএইচ ব্যাটারি চার্জ হতে সঙ্গে থাকছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনটি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে ৪ ঘণ্টা।

বর্তমানে চীনের বাজারে পাওয়া যাচ্ছে ফোনটি। বিশ্ববাজারে কবে নাগাদ পাওয়া যাবে তা এখনও জানা যায়নি। ফোনটির বাজার মূল্য ৭৪২ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ হাজার টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button