ভিভোর নতুন ফোল্ডেবল ফোনে থাকবে পেরিস্কোপ লেন্স

চলতি বছরের শুরুতে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো তাদের প্রথম ফোল্ডেবল ফোন ভিভো এক্স ফোল্ড বাজারে নিয়ে এসেছে। এবার জানা গেল প্রতিষ্ঠানটি তাদের দ্বিতীয় ফোল্ডেবল ফোন বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। ফোনটির মডেল ভিভো এক্স ফোল্ড এস। বছরের শেষ দিকে বাজারে আসতে পারে ডিভাইসটি, এমনটাই জানিয়েছেন জনপ্রিয় একজন টিপস্টার।

চীনের মাইক্রো ব্লগিং সাইট উইবোতে ভিভো এক্স ফোল্ড এস ফোল্ডেবল ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যায়, ভিভোর নতুন এই ফোনে থাকছে ৮.০৩ ইঞ্চি প্রাইমারি অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্টেট এবং ৬.৫৩ ইঞ্চি সেকেন্ডারি অ্যামোলেড ডিসপ্লে, ফুল এইচডি প্লাস। রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

ফোনটিতে পেরিস্কোপ লেন্সসহ কোয়াড রিয়ার ক্যামেরার সেটআপে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ১২ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর ও ৮ মেগাপিক্সেল পেরিস্কোপ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকবে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসরের ফোনটিতে থাকবে ৪৭০০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ফোনের সামনের ডিজাইন ভিভো এক্স ফোল্ড ফোনের মতোই হবে। তবে ফোনটির দাম কেমন হতে পারে তা জানা যায়নি।

Leave a Comment