ইসলাম

তাকওয়া শব্দের অর্থ কি? তাকওয়া কাকে বলে?

তাকওয়া শব্দের অর্থ বিরত থাকা, বেঁচে থাকা, ভয় করা, নিজেকে রক্ষা করা। ব্যবহারিক অর্থে পরহেজগারি, খোদাভীতি, আত্মশুদ্ধি ইত্যাদি বোঝায়। ইসলামি পরিভাষায়, আল্লাহ তায়ালার ভয়ে যাবতীয় অন্যায়, অত্যাচার ও পাপকাজ থেকে বিরত থাকাকে তাকওয়া বলা হয়। অন্যকথায় সকল প্রকার পাপাচার থেকে নিজেকে রক্ষা করে কুরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করাকে তাকওয়া বলা হয়। যিনি তাকওয়া অবলম্বন করেন তাঁকে বলা হয় মুত্তাকি।

মহান আল্লাহকে ভয় করার অর্থ অত্যন্ত ব্যাপক। আল্লাহ তায়ালা আমাদের স্রষ্টা ও পালনকর্তা। তিনি আমাদের সবকিছু দেখেন, জানেন। তিনি শাস্তিদাতা ও মহাপরাক্রমশালী। হাশরের দিনে তিনি আমাদের সকল কাজের হিসাব নেবেন। অতঃপর পাপকাজের জন্য শাস্তি দেবেন। আল্লাহ-ভীতি হলো আল্লাহ তায়ালার সামনে জবাবদিহি করার ভয়। অতঃপর এরূপ অনুভূতি মনে ধারণ করে সকল পাপ থেকে বেঁচে থাকতে হয়। সকল প্রকার অন্যায়, অত্যাচার, অশ্লীল কথা-কাজ ও চিন্তাভাবনা থেকে বিরত থাকতে হয়। আল্লাহ তায়ালাকে ভয় করলে এসব পাপ থেকে সহজেই বেঁচে থাকা যায়। ফলে মুত্তাকিগণ পরকালে জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ তায়ালা বলেন, “যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করবে ও কুপ্রবৃত্তি থেকে বেঁচে থাকবে, তার স্থান হবে জান্নাত।” (সূরা আন-নাযিআত, আয়াত ৪০-৪১)

এ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–

১। তাকওয়া শব্দের অর্থ কী?

ক) বিরত থাকা

খ) মনোযোগ দেওয়া

গ) নীরব থাকা

ঘ) সহনশীলতা

সঠিক উত্তর : ক

২। তাকওয়া শব্দের ব্যবহারিক অর্থ কী?

ক) পরহেজগারি

খ) আমানতদারি

গ) সততা

ঘ) সহনশীলতা

সঠিক উত্তর : ক

৩। ইসলামিক দর্শনে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি কে?

ক) ইমাম

খ) মুক্তাদি

গ) বৃত্তশালী

ঘ) মুত্তাকি

সঠিক উত্তর : ঘ

৪। আল্লাহ তায়ালার ভয়ে যাবতীয় অন্যায়-অত্যাচার ও পাপকাজ থেকে বিরত থাকাকে কী বলা হয়?

ক) তাকওয়া

খ) ইনসাফ

গ) সিদক

ঘ) আমানত

সঠিক উত্তর : ক

৫। যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে কী বলা হয়?

ক) মুক্তাকি

খ) মুতাওয়াক্কি

গ) ইত্তাকি

ঘ) মুফাসসির

সঠিক উত্তর : ক

৬। সৎকর্মশীল জীবনযাপনের মূলকথা কী?

ক) তাকওয়া

খ) আদল

গ) সত্যবাদিতা

ঘ) সবর

সঠিক উত্তর : ক

৭। আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের মাপকাঠি কোনটি?

ক) আল্লাহভীতি ও সৎকর্ম

খ) বংশ মর্যাদা

গ) পদমর্যাদা

ঘ) জনপ্রতিনিধি

সঠিক উত্তর : ক

৮। ইসলামে নৈতিকতার মূলভিত্তি কী?

ক) আখলাক

খ) সত্যবাদিতা

গ) আদল

ঘ) তাকওয়া

সঠিক উত্তর : ঘ

৯। আল্লাহভীতি বলতে কী বোঝায়?

ক) আল্লাহর যিকির করা

খ) আল্লাহর সামনে জবাবদিহিতার ভয়

গ) পাপ থেকে বেঁচে থাকা

ঘ) হালাল পথে উপার্জন করা

সঠিক উত্তর : খ

১০। জান্নাত লাভের পূর্বশর্ত?

ক) সম্পদশালী হওয়া

খ) জ্ঞানী হওয়া

গ) চুক্তিবদ্ধ হওয়া

ঘ) মুক্তাকি হওয়া

সঠিক উত্তর : ঘ

১১। তাকওয়াবানদের আল্লাহ কোন শক্তি দেবেন?

ক) জিহাদ করার

খ) সকল অন্যায় দূর করার

গ) সমাজকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার

ঘ) ন্যায়-অন্যায় পার্থক্য করার

সঠিক উত্তর : ঘ

১২। তাকওয়া কোনটির মূলভিত্তি?

ক) নামাযের

খ) সততার

গ) ইসলামি নৈতিকতার

ঘ) মানবতার

সঠিক উত্তর : গ

১৩। সকল সৎগুণের মূল কী?

ক) সত্যবাদিতা

খ) ওয়াদা পালন

গ) ধৈর্য্যশীলতা

ঘ) তাকওয়া

সঠিক উত্তর : ঘ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button