রসায়ন বিজ্ঞান

তড়িৎ রাসায়নিক কোষ ও তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে পার্থক্য কি?

তড়িৎ রাসায়নিক কোষ ও তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে পার্থক্য নিচে তুলে ধরা হলোঃ

  • যে কোষে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে তড়িৎ রাসায়নিক কোষ বলে। অপরদিকে, যে কোষে বাইরের উৎস থেকে বিদ্যুৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় তাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে।
  • তড়িৎ রাসায়নিক কোষে অ্যানোড ঋণাত্মক ও ক্যাথোড ধনাত্মক প্রকৃতির। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোড ধনাত্মক ও ক্যাথোড ঋণাত্মক প্রকৃতির হয়।
  • তড়িৎ রাসায়নিক কোষে লবণ সেতু ব্যবহার করা হয়। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য কোষে লবণ সেতু ব্যবহার করা হয় না।
  • তড়িৎ রাসায়নিক কোষে দুটি ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে তড়িৎদ্বার নিমজ্জিত থাকে। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য কোষে একই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে তড়িৎদ্বার দুটি আংশিক নিমজ্জিত থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button