প্রশ্ন ও উত্তর

৭ম শ্রেণির বিজ্ঞান চতুর্দশ অধ্যায় প্রশ্ন ও উত্তর

ভূ-গর্ভস্থ পানি কী?

উত্তর : বৃষ্টির পানি চুইয়ে চুইয়ে মাটির নিচে গিয়ে সঞ্চিত হয়। মাটির নিচের এ সঞ্চিত পানিই ভূ-গর্ভস্থ পানি।


বায়ুমণ্ডলের কোন স্তরটি বায়ুশূন্য?

উত্তর : বায়ুমণ্ডলের তাপমণ্ডল স্তরটি প্রায় বায়ুশূন্য।

একটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখ।

উত্তর : একটি গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাই-অক্সাইড।


জলবায়ু কাকে বলে?

কোন স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই জলবায়ু। এটি হলো কোন স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। অর্থাৎ, কোন নির্দিষ্ট স্থানের দীর্ঘ সময়ের (সাধারণত ৩০-৪০ বছরের বেশি সময়ের) আবহাওয়ার গড়কে জলবায়ু বলে। মূলত বৃহৎ এলাকা নিয়ে জলবায়ু নির্ণীত হয়ে থাকে।

নিম্নচাপ কী?

উত্তর : কোনো জায়গার তাপমাত্রা বেশি হলে সেখানকার বায়ু উত্তপ্ত হয়ে ওপরের দিকে উঠে যায়। ফলে ওই স্থানে বায়ু পাতলা বা ফাঁকা হয়ে যায় অর্থাৎ বায়ুচাপ কমে যায়। এ রকম অবস্থাকে নিম্নচাপ বলে।

গ্রিনহাউস ইফেক্ট কী?

উত্তর : কাচের ঘরের মধ্যে তাপ আটকা পড়ে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ঘটনাই হলো গ্রিনহাউস ইফেক্ট।


বৈশ্বিক উষ্ণায়নের মূল কারণ কী?

উত্তর : বৈশ্বিক উষ্ণায়নের মূল কারণ হলো বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়া।


আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কি?

আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য উল্লেখ করা হলো–
আবহাওয়া

  • আবহাওয়া কোনো স্থানের স্বল্প সময়ের বায়ুমণ্ডলীয় অবস্থা।
  • আবহাওয়া দৈনিক পরিবর্তনশীল।
  • মাটির গুণাবলিতে তেমন প্রভাব ফেলে না।
  • কোনো অঞ্চলে ফসলের পরিচর্যায় আবহাওয়া প্রভাব বিস্তার করে।
  • স্থানীয় মৌসুমি বায়ু দ্বারা প্রভাবিত হয়।

জলবায়ু

  • জলবায়ু কোনো স্থানের দীর্ঘ সময়ের বায়ুমণ্ডলের গড় অবস্থা।
  • জলবায়ু ধীরে পরিবর্তনশীল।
  • মাটির গুণাবলিতে প্রভাব ফেলে।
  • কোনো অঞ্চলে ফসলের প্রকার ও জাত নির্বাচনে প্রভাব বিস্তার করে।
  • স্থানীয় মৌসুমি বায়ু দ্বারা প্রভাবিত হয় না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button