স্প্যামিং কি? ইন্টারনেটকে বিশ্বগ্রামের মেরুদন্ড বলা হয় কেন?
স্প্যামিং হচ্ছে তথ্য প্রযুক্তির সুবিধা ব্যবহার করে অপ্রয়োজনীয় ও ক্ষতিকর মেসেজ প্রচার করা। স্প্যামিং এর মাধ্যম হতে পারে ই-মেইল, মোবাইল ফোন, ইন্সট্যান্ট মেসেঞ্জার ইত্যাদি।
ইন্টারনেটকে বিশ্বগ্রামের মেরুদন্ড বলা হয় কেন?
ইন্টারনেটের মাধ্যমেই মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থান করে একে অপরের সাথে সহজে যােগাযােগ করতে পারে এবং বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করতে পারে। এইজন্যই ইন্টারনেট হচ্ছে বিশ্বগ্রাম সংযুক্ততার মেরুদন্ড।
বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন যেখানে কমুউনিটির সকল সদস্য ইন্টারনেট তথা তথ্য যােগাযােগ প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত। তথ্য ও যােগাযােগ প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নতির ফলে বসবাসযােগ্য পৃথিবী ক্রমশ ছােট হয়ে আসছে, যেন একটি গ্রামে পরিণত হচ্ছে। আর এর প্রধান সহায়ক শক্তি হচ্ছে ইন্টারনেট। সুতরাং বলা যায় যে, ইন্টারনেটই বিশ্বগ্রামের মেরুদন্ড।