তথ্য প্রযুক্তি

ই-মেইলের সাহায্যে কী কী কাজ করা যায়?

বর্তমানে ডিজিটাল চিঠি আদান-প্রদানের জন্য ই-মেইল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটি ব্যবহার করে বিভিন্ন ধরনের অফিসিয়াল, ব্যক্তিগত কাজ যায়। নিচে এগুলো দেওয়া হলো–

  1. পৃথিবীর যেকোনো জায়গা থেকে দ্রুত গতিতে তথ্য দেওয়া-নেওয়া করা যায়।
  2. ই-মেইল ব্যবহার করে চাকরির আবেদন করা যায়।
  3. রাষ্ট্রীয় কাজে গুরুত্বপূর্ণ তথ্য গোপনীয়তার সাথে দ্রুত গতিতে এক দপ্তর থেকে অন্য দপ্তরে বার্তা পাঠানো যায়।
  4. বিদেশে উচ্চ শিক্ষার আবেদনের সাথে প্রয়োজনীয় সনদ ও গবেষণাপত্র পাঠানো যায়।
  5. এক দেশের রাষ্ট্র প্রধান অন্য দেশের রাষ্ট্র প্রধানকে শুভেচ্ছা জানাতে ই-মেইল ব্যবহার করা যায়।
  6. ই-মেইল ব্যবসার কাজে খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে পণ্যের ছবি ক্রেতার কাছে দ্রুত পাঠানো যায়।
ফাইল এটাচমেন্টের মাধ্যমে ই-মেইল পাঠানোর প্রক্রিয়া বর্ণনা করো।
ই-মেইল পাঠাতে হলে আমার ই-মেইল ঠিকানা যেই ওয়েবসাইটের সেই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। যেমন- ইয়াহু। মেইল ব্যবহার করে ই-মেইল পাঠানোর প্রক্রিয়া নিচে আলোচনা করা হলো-
১। প্রথমে ব্রাউজার চালু করে ইয়াহু সাইটে Mail লেখা জায়গায় ক্লিক করি।
২। আমরা ইয়াহু আইডি ও পাসওয়ার্ড লিখে Sign In ক্লিক করি।
৩। এখন Compose লেখা জায়গায় মাউস ক্লিক করে একটু অপেক্ষা করি এবং প্রয়োজনীয় লেখা টাইপ করি।
৪। এখন To – এর পাশে আমি যাকে মেইল পাঠাতে চাই তার ই-মেইল ঠিকানা টাইপ করি এবং Subject বক্স এ ইমেইলের বিষয়বস্তু লিখি।
৫। এখন এটাচমেন্ট যুক্ত করার জন্য Send বাটনের পাশে এটাচমেন্ট আইকনে ক্লিক করে ফাইলটি Location নির্বাচন করতে হবে।
৬। এরপর Open Button এ Click করলে ফাইলটি ই- মেইলের সাথে যুস্ত (Attached) হয়ে যাবে।
৭। এখন Send এ ক্লিক করে পাঠিয়ে দেই আমার ই-মেইল টি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button