ফাজি লজিক কাকে বলে? জৈবিক ডেটা বলতে কী বুঝ?
যে যুক্তি ব্যবস্থায় কোন সমস্যার সমাধান ১ (হ্যাঁ) অথবা ০ (না) ছাড়াও আরো বিভিন্ন উপায়ে দেওয়া যায়, তাকে ফাজি লজিক বলে। বাইনারি ব্যাবস্থায় একটি সমস্যার সমাধান ‘হ্যাঁ’ অথবা ‘না’ – এই দু’টি উপায়ে দেয়া যায়। কিন্তু ফাজি লজিকে একটি সমস্যার সমাধান দুইয়ের অধিক উপায়ে দেওয়া যায়। উদাহরণস্বরূপ, যদি প্রশ্ন করা হয় ‘এখন কি রাত?’ বাইনারী ব্যবস্থায় উত্তর হবে – ‘হ্যাঁ’ অথবা ‘না’; অন্যদিকে, ফাজি লজিকে হ্যাঁ অথবা না ছাড়াও আরো উত্তর হতে পারে – মধ্যরাত, শেষরাত, সুবহে সাদিক ইত্যাদি।
জৈবিক ডেটা বলতে কী বুঝ?
জৈবিক ডেটা বলতে বায়োলজিক্যাল ডেটাকে বুঝায়। বায়োইনফরম্যাটিক্স এর মূল উপাদান হচ্ছে জৈবিক ডেটা। বায়োলজিক্যাল ডেটা এনালাইসিস করার জন্য কম্পিউটার প্রযুক্তি, ইনফরমেশন থিওরি, এবং গাণিতিক জ্ঞানকে ব্যবহার করা হয়। এক্ষেত্রে ডেটা অন্তর্ভুক্ত করে ডিএনএ, অ্যামিনো এসিড এবং নিউক্লিক এসিডসহ অন্যান্য বিষয়কে।