প্রশ্ন ও উত্তর

প্রিন্টার সম্পর্কিত প্রশ্ন ও উত্তর (Printer related Question and Answer)

প্রশ্ন-১। প্রিন্টার কাকে বলে? (What is called Printer?)

উত্তরঃ সিপিইউ কর্তৃক প্রক্রিয়াকৃত ফলাফল কাগজে ছাপানোর জন্য যে আউটপুট ডিভাইস ব্যবহার করা হয় তাকে প্রিন্টার (Printer) বলে। এটি কম্পিউটারের প্রধান আউটপুট ডিভাইস।


প্রশ্ন-২। প্রিন্টার কত প্রকার ও কী কী? (What are the types of printer?)

উত্তরঃ প্রিন্টার প্রধানত তিন প্রকার। যথা: (ক) ডট ম্যাট্রিক্স প্রিন্টার, (খ) ইঙ্কজেট প্রিন্টার এবং (গ) লেজার প্রিন্টার।

প্রশ্ন-৩। ডট ম্যাট্রিক্স প্রিন্টার কি? (What is Dot matrix printer?)

উত্তরঃ ডট ম্যাট্রিক্স প্রিন্টার হচ্ছে এক ধরণের ধাক্কা বা ইম্প্যাক্ট প্রিন্টার। পিসি কম্পিউটারে এ প্রিন্টার ব্যবহার করা হয়। এ প্রিন্টারের পিনের সাহায্যে কয়েকটি কালির ফোটা দিয়ে অক্ষর লেখা হয়।

প্রশ্ন-৪। প্রিন্টারের মান কি রকম হবে তা নির্ভর করে কীসের উপর?

উত্তরঃ প্রিন্টারের মান কি রকম হবে তা নির্ভর করে প্রিন্টারের রেজুলেশনের উপর।

প্রশ্ন-৫। প্রিন্টারের রেজুলেশন পরিমাপের একক কি?

উত্তরঃ প্রিন্টারের রেজুলেশন পরিমাপের একক DPI.

প্রশ্ন-৬। DPI এর পূর্ণরূপ কি?

উত্তরঃ DPI এর পূর্ণরূপ হল Dots Per Inch.

প্রশ্ন-৭। কার্যপ্রণালী অনুসারে প্রিন্টারকে প্রধানত কতভাগে ভাগ করা যায়?

উত্তরঃ কার্যপ্রণালী অনুসারে প্রিন্টারকে প্রধানত দুইভাগে ভাগ করা যায়- ১. ইমপ্যাক্ট প্রিন্টার এবং ২. নন-ইমপ্যাক্ট প্রিন্টার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button