পদার্থবিজ্ঞান

প্রকৃত ও আপাত ওজন কাকে বলে? তাপমাত্রা বৃদ্ধির ফলে পদার্থের প্রসারণ ঘটে কেন?

প্রকৃত ওজন : বস্তুর ওপর অভিকর্ষ বল ছাড়া অন্য কোন বল ক্রিয়া না করলে বস্তুর যে ওজন হয় তাকে প্রকৃত ওজন বলে।
আপাত ওজন : বস্তুর ওপর অভিকর্ষ বল ছাড়া অন্য কোন বল ক্রিয়া করলে বস্তুর যে ওজন হয় তাকে আপাত ওজন বলে।

তাপমাত্রা বৃদ্ধির ফলে পদার্থের প্রসারণ ঘটে কেন?

তাপমাত্রা বৃদ্ধির ফলে সকল পদার্থই প্রসারিত হয়। যখন কোনো বস্তু উত্তপ্ত হয় তখন বস্তুটির প্রত্যেক অণুর তাপশক্তি তথা গতিশক্তি বৃদ্ধি পায়। কঠিন পদার্থের বেলায় আন্তঃআণবিক বলের বিপরীতে অণুগুলো আরো বর্ধিত শক্তিতে স্পন্দিত হতে থাকে ফলে সাম্যাবস্থা থেকে অণুগুলোর সরণ বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধির ফলে কঠিন বস্তুর মধ্যে অণুগুলো যখন কাঁপতে থাকে তখন একই শক্তি নিয়ে ভিতর দিকে যতটা সরে আসতে পারে, বাইরের দিকে তার চেয়ে বেশি সরে যেতে পারে। এর ফলে প্রত্যেক অণুর গড় সাম্যাবস্থান বাইরের দিকে সরে যায় এবং বস্তুটি প্রসারণ লাভ করে।

তরল পদার্থের বেলায় আন্তঃআণবিক বলের প্রভাব কম বলে তাপের কারণে এর প্রসারণ বেশি হয়। বায়বীয় পদার্থের বেলায় তাপমাত্রা বৃদ্ধির ফলে অণুগুলোর ছুটাছুটি বৃদ্ধি পায়। তাপীয় প্রসারণ গ্যাসীয় পদার্থে সবচেয়ে বেশি, তরলে তার চেয়ে কম এবং কঠিন পদার্থে সবচেয়ে কম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button