পশম বা উল কি? পশমের বৈশিষ্ট্য ও ব্যবহার। (Wool in Bengali)
পশম কি? (What is Wool in Bengali/Bangla?)
পশম এক প্রকার তন্তু যা ভেড়া বা মেষের লোম হতে পাওয়া যায়। বিভিন্ন জাতের মেষ থেকে বিভিন্ন ধরনের পশম পাওয়া যায়। পশমের বেশিষ্ট্যের মধ্যে উল্লেখযোগ্য হলো এটি স্থিতিস্থাপক, নমনীয়, কুঞ্চন প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ইত্যাদি। পশমের ভিতর দিয়ে তাপ যেতে পারে না অর্থাৎ এটি তাপ কুপরিবাহী। এজন্য শীতের দিনে শরীর থেকে তাপ যাতে না বেরুতে পারে এজন্য পশমের তৈরি বস্ত্র পরিধান করা হয়।
পশমের বৈশিষ্ট্য (Properties of wool)
১. এর তাপ ধারণ ক্ষমতা নেই।
২. এটি আগুনে পুড়ে না।
৩. পশমের তৈরি পোশাক আরামদায়ক।
৪. পশমকে সহজে রঙিন করা যায়।
পশমের ব্যবহার (Use of wool)
১. পোশাক তৈরিতে পশম ব্যবহৃত হয়।
২. কার্পেট, জিন্স কাপড়, কম্বল তৈরিতে ব্যবহার করা হয়।
৩. শিশুদের ডায়াপার, স্লিপিং ব্যাগ তৈরিতে উলের ব্যবহার রয়েছে।
আরো পড়ুনঃ-
১। তন্তু কি? তন্তু কত প্রকার ও কি কি? (Fiber in Bengali)
২। রেশম কি? পশম ও রেশমের মধ্যে পার্থক্য কি? (Silk in Bengali)