রোগ

রিকেটস কি? What is Rickets in Bengali/Bangla?

রিকেটস ভিটামিন ‘ডি’ এর অভাবজনিত একটি রোগ, যাতে দেহের হাড় দুর্বল হয়ে যায়, গাঁট ফুলে যায়, পায়ের হাড় বেঁকে যায় ও সরু হাড় ভাঁজ খেয়ে যায়।

রিকেটস রোগের লক্ষণসমূহ হলো—

  • ভিটামিন ডি এর অভাবে শিশুদের হাড় নরম হয়ে যায় এবং বৃদ্ধি-ব্যাহত হয়।
  • পায়ের হাড় ধনুকের মতো বেঁকে যায় এবং দেহের চাপে অন্যান্য হাড়গুলো বেঁকে যায়।
  • হাত-পায়ের অস্থিসন্ধি বা গিট ফুলে যায়।
  • বুকের হাড় বা পাঁজরের হাড় বেঁকে যায়।

বয়স্কদের রিকটেস অস্টিওম্যালেশিয়া নামে পরিচিত। এই রোগের লক্ষণগুলো নিম্নরূপ–

  • ভিটামিন ‘ডি’ এর অভাবে ক্যালসিয়াম শোষণে বিঘ্ন ঘটে।
  • ক্যালসিয়াম ও ফসফরাসের সঞ্চয় কমতে থাকে।
  • থাইরয়েড গ্রন্থির কাজের পরিবর্তন ঘটে।
  • অস্থি দূর্বল হয়ে কাঠিন্য কমে যায় এবং হালকা আঘাতেই ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।

আরো পড়ুনঃ-

১। সার্স (SARS) কি? সার্সের উৎপত্তি, লক্ষণ এবং প্রতিরোধ।

২। ব্রংকাইটিস (Bronchitis) কাকে বলে? ব্রংকাইটিস এর লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ।

৩। অ্যানথ্রাক্স বা তড়কা রোগ কি? এ রোগের উৎস, বিস্তার লক্ষণ এবং প্রতিরোধ।

৪। উচ্চ রক্তচাপ কাকে বলে? উচ্চ রক্তচাপের কারণ ও লক্ষণ কি?

৫। কলেরা (Cholera) কি? কলেরার লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ।

৬। অ্যাজমা বলতে কি বুঝায়? এর লক্ষণ, প্রতিকার এবং প্রতিরোধ।

৭। জিকা ভাইরাস (Zika Virus) কি? এর লক্ষণ, নিবারণ এবং নিয়ন্ত্রণ।

৮। হার্ট অ্যাটাক বলতে কি বুঝ? হার্ট অ্যাটাকের কারণ ও প্রতিকার।

৯। এইডস (AIDS) কি? এইডস ছোঁয়াচে রোগ নয় কেন?

১০। এপিলেপসি কি? What is Epilepsy in Bengali?

১১। লিউকেমিয়া কি? লিউকেমিয়া কেন হয়? What is Leukemia in Bengali?

১২। সংক্রামক রোগ কি? সংক্রামক রোগের বিস্তার, প্রকারভেদ, প্রতিরোধ এবং প্রতিকার।

১৩। জন্ডিস কি? জন্ডিস হওয়ার কারণ কি? What is Jaundice in Bengali?

১৪। অজীর্ণতা বলতে কি বুঝ?

১৫। জলাতঙ্ক কি? What is Rabies in Bengali?

১৬। কোয়াশিয়রকর (Kwashiorkor) কি? কোয়াশিয়রকর রোগ কেন হয়?

১৭। লিভার সিরোসিস কি? What is Liver cirrhosis in Bengali?

১৮। মেরাসমাস (Merasmus) কি? মেরাসমাসের রোগের লক্ষণ ও প্রতিকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button