তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রাথমিক ধারণা বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে কোনটির অবদান সবচেয়ে বেশি?
ক) রেডিও খ) টেলিফোন
গ) টেলিভিশন ঘ) কম্পিউটার
২. টেলিযোগাযোগের মাধ্যমে সভা করাকে কী বলা হয়?
ক) টেলিকনফারেন্স খ) টেলিকমিউনিকেশন
গ) ভিডিও কনফারেন্স ঘ) ভিডিও চেটিং
৩. রোগী দূরের ডাক্তারের কাছে সেবা পেতে পারে কোনটির মাধ্যমে?
ক) ভিডিও কনফারেন্স খ) অনলাইন চেটিং
গ) টেলিকনফারেন্স ঘ) ভয়েস কল
৪. সাম্প্রতিক সময়ে কোনটির ব্যাপক প্রসার হয়েছে?
ক) টেলিভিশন খ) ইন্টারনেট
গ) কম্পিউটার ঘ) মোবাইল
৫. তথ্য ও প্রযুক্তি বলতে কী বুঝায়?
ক) তথ্য রাখা ও ব্যবহার করার প্রযুক্তি
খ) তথ্য বিক্রির প্রযুক্তি
গ) তথ্য বিকৃতির প্রযুক্তি
ঘ) শুধুমাত্র তথ্য রাখার প্রযুক্তি
৬. স্কাইপি বলতে কী বুঝায়?
ক) ইলেকট্রনিক্স গুডস
খ) ভিডিও চেটিং ব্যবস্থার মাধ্যম
গ) রেডিও স্টেশন
ঘ) স্পেইস স্টেশন
৭. বর্তমান সময়ের আধুনিক সকল যোগাযোগ ও সম্প্রচার ব্যবস্থাই মূলত কী নির্ভর?
ক) স্যাটেলাইট খ) রেডিও
গ) টেলিভিশন ঘ) দৈনিক পত্রিকা
৮. টেলিভিশন একটি–
ক) প্রেরক যন্ত্র
খ) একমুখী যোগাযোগ ব্যবস্থা
গ) দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা
ঘ) টেলিকমিউনিকেশন
৯. কোন প্রযুক্তি ব্যবহার করে ভিন্ন স্থানে থেকেও মিটিং এর কাজ সম্পন্ন করা যায়?
ক) ই-মেইল খ) ফেসবুক
গ) টেলিকনফারেন্সিং ঘ) টুইটার
১০. কোনটি আবিষ্কারের ফলে যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয়?
ক) কম্পিউটার
খ) টেলিফোন
গ) কৃত্রিম উপগ্রহ
ঘ) টেলিগ্রাফ
উত্তরঃ–
১ : ঘ); ২ : ক); ৩ : ক); ৪ : খ); ৫ : ক); ৬ : খ); ৭ : ক); ৮ : খ); ৯ : গ); ১০ : ক);