তথ্য প্রযুক্তি

ডিজিটাল কমিউনিকেশন (Digital Communication) কি? ডিজিটাল কমিউনিকেশনের সুবিধা।

ডিজিটাল কমিউনিকেশন কি? (What is Digital Communication in Bengali/Bangla?)

ডিজিটাল কমিউনিকেশন হলো এমন একটি পদ্ধতি, যাতে তথ্য ডিজিটাল ফরমে একস্থান হতে অন্য স্থানে প্রেরণ অথবা গ্রহণ করা হয়। নিচে ডিজিটাল কমিউনিকেশন পদ্ধতির ব্লক ডায়াগ্রাম অংকন করে বর্ণনা করা হলোঃ

মানুষের কথা শব্দ সবসময় অ্যানালগ সিগন্যালের হয়ে থাকে। ডিজিটাল যোগাযোগের ক্ষেত্রে প্রেরিত অ্যানালগ সিগন্যাল এ/ডি কনভার্টারের সাহায্যে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে গ্রাহক প্রান্তে প্রেরণ করে। গ্রাহক প্রান্ত সেই ডিজিটাল সিগন্যাল কথা শব্দে রূপান্তর করার জন্যে ডি/এ কনভার্টারের সাহায্যে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে থাকে।

ডিজিটাল কমিউনিকেশনের সুবিধা (Advantages of Digital Communication)

ডিজিটাল কমিউনিকেশনের সুবিধাসমূহ হলো–

(ক) ট্রান্সমিশন পাওয়ার কম লাগে।

(খ) এটি দ্রুতগতিতে কাজ করে।

(গ) ক্রটি নির্ণয় করা খুব সহজ।

(ঘ) তথ্যের গোপনীয়তা রক্ষা করা যায়।

(ঙ) ডিজিটাল সিস্টেমকে সহজেই ডুপ্লিকেট করা যায়।

(চ) ডাটা সহজে প্রসেস করা যায়।

(ছ) এতে সহজে ডাটা স্টোর করা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button